• আর থামবেই বা কী করে ? বলিউডের মোস্ট রোম্যান্টিক কাপলের বিয়ে বলে কথা ৷ দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে দুই হাত এক হতে চলেছে ৷ বহুদিন ধরেই এ নিয়ে চলছে কানাঘুষো ৷ কখনও বিয়ের তারিখ নিয়ে, তো কখনও বিয়ের ডেস্টিনেশন নিয়ে একের পর এক গরমাগরম খবরে ভরেছে খবরের কাগজের পাতা ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷