Nora Fatehi: শরীরে মিশে গিয়েছে চাপা পোশাক! নোরা ফাতেহির শরীরী হিল্লোল দেখে নেটিজেন বলছে বলিউডের 'কিম কার্দাশিয়ান'

Last Updated:
Nora Fatehi: নোরার শরীরী বিভঙ্গ দেখে নেটিজেনরা বলছেন, এ তো বলিউডের 'কিম কার্দাশিয়ান'।
1/7
বলিউডের বর্তমান হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। শরীরী হিল্লোলে দিলবর গানে ঝড় তুলেছিলেন তিনি। তবে শুধু ছবির পর্দা নয়। রাস্তায় বা কোথাও বেড়াতে গিয়েও শরীরী ঝড় তোলেন নেহা। তাঁর যৌবনাসিক্ত লাস্যে ঘায়েল নেটিজেন। সম্প্রতি তাঁর একটি ছবি সোশ্যালে ঝড় তুলেছে।
বলিউডের বর্তমান হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। শরীরী হিল্লোলে দিলবর গানে ঝড় তুলেছিলেন তিনি। তবে শুধু ছবির পর্দা নয়। রাস্তায় বা কোথাও বেড়াতে গিয়েও শরীরী ঝড় তোলেন নেহা। তাঁর যৌবনাসিক্ত লাস্যে ঘায়েল নেটিজেন। সম্প্রতি তাঁর একটি ছবি সোশ্যালে ঝড় তুলেছে।
advertisement
2/7
ছবিতে দেখা যাচ্ছে, নীল আকাশ আর নীল লেকের সামনে দাঁড়িয়ে রয়েছেন নোরা। তাঁর পরনে উজ্জ্বল হলুদ রঙের বডিকন। সেই পোশাক যেন নোরার শরীরে সঙ্গে মিশে রয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, নীল আকাশ আর নীল লেকের সামনে দাঁড়িয়ে রয়েছেন নোরা। তাঁর পরনে উজ্জ্বল হলুদ রঙের বডিকন। সেই পোশাক যেন নোরার শরীরে সঙ্গে মিশে রয়েছে।
advertisement
3/7
নোরার শরীরী বিভঙ্গ দেখে নেটিজেনরা বলছেন, এ তো বলিউডের 'কিম কার্দাশিয়ান'।  ছবি দেখে রীতিমতো আগুন লেগে গেছে নেট দুনিয়ায়।
নোরার শরীরী বিভঙ্গ দেখে নেটিজেনরা বলছেন, এ তো বলিউডের 'কিম কার্দাশিয়ান'। ছবি দেখে রীতিমতো আগুন লেগে গেছে নেট দুনিয়ায়।
advertisement
4/7
কিছুদিন আগে আরও কিছু ছবি আপলোড করে উত্তাপ ছড়িয়েছিলেন নোরা। টাইগার প্রিন্টেড কো-অর্ড বিচ ড্রেসে মুগ্ধ করেছিলেন নোরা।
কিছুদিন আগে আরও কিছু ছবি আপলোড করে উত্তাপ ছড়িয়েছিলেন নোরা। টাইগার প্রিন্টেড কো-অর্ড বিচ ড্রেসে মুগ্ধ করেছিলেন নোরা।
advertisement
5/7
ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে নোরা বসে আছেন। তাঁর ফিটনেস ও মেদহীন চেহারা আকর্ষণীয়।
ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে নোরা বসে আছেন। তাঁর ফিটনেস ও মেদহীন চেহারা আকর্ষণীয়।
advertisement
6/7
স্ট্রিট ডান্সার ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন নোরা। আগামীতে অভিষেক দুধাইয়ার ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ ও সোনাক্ষী সিনহাও।
স্ট্রিট ডান্সার ছবিতে বিশেষ নজর কেড়েছিলেন নোরা। আগামীতে অভিষেক দুধাইয়ার ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ ও সোনাক্ষী সিনহাও।
advertisement
7/7
দিলবার ছাড়াও সাকি সাকি, কমরিয়া ইত্যাদি গানে নেচেছেন নোরা। প্রতিটি গানই হিট। নোরা বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখেন। এখন তিনি বলিউডে পাকাপাকি জায়গা করে ফেলেছেন।
দিলবার ছাড়াও সাকি সাকি, কমরিয়া ইত্যাদি গানে নেচেছেন নোরা। প্রতিটি গানই হিট। নোরা বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখেন। এখন তিনি বলিউডে পাকাপাকি জায়গা করে ফেলেছেন।
advertisement
advertisement
advertisement