Mahima Chaudhry Mother Passes Away: মাতৃবিয়োগ! আকাশ ভেঙে পড়ল মহিমা চৌধুরির মাথায়, ভেঙে পড়েছেন নাতনি আরিয়ানাও

Last Updated:
Mahima Chaudhry Mother Passes Away: মাতৃবিয়োগে ভেঙে পড়েছেন গঙ্গা ওরফে মহিমা চৌধুরি
1/7
মাতৃবিয়োগ হয়েছে অভিনেত্রী মহিমা চৌধুরির ৷ জানতে পারা গিয়েছে ৩-৪ দিন আগে আগেই প্রয়াত হয়েছেন মহিমা চৌধুরির মা মিসেস চৌধুরি ৷ ফাইল ছবি ৷
মাতৃবিয়োগ হয়েছে অভিনেত্রী মহিমা চৌধুরির ৷ জানতে পারা গিয়েছে ৩-৪ দিন আগে আগেই প্রয়াত হয়েছেন মহিমা চৌধুরির মা মিসেস চৌধুরি ৷ ফাইল ছবি ৷
advertisement
2/7
মিসেস চৌধুরি মেয়ে মহিমা ও নাতনি আরিয়ানার অত্যন্ত কাছের ৷ পরিবারের জন্য অত্যন্ত বড় ক্ষতি ৷ ফাইল ছবি ৷
মিসেস চৌধুরি মেয়ে মহিমা ও নাতনি আরিয়ানার অত্যন্ত কাছের ৷ পরিবারের জন্য অত্যন্ত বড় ক্ষতি ৷ ফাইল ছবি ৷
advertisement
3/7
মায়ের প্রয়াণে মহিমা ও নাতনি আরিয়ানা ভেঙেছেন ৷ ফাইল ছবি ৷
মায়ের প্রয়াণে মহিমা ও নাতনি আরিয়ানা ভেঙেছেন ৷ ফাইল ছবি ৷
advertisement
4/7
শাহরুখ খানের সঙ্গে পরদেস ছবি ঝড় তুলেছিলেন মহিমা ৷ ৯ জুন ২০২২ অনুপম খের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মহিমা কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
শাহরুখ খানের সঙ্গে পরদেস ছবি ঝড় তুলেছিলেন মহিমা ৷ ৯ জুন ২০২২ অনুপম খের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন মহিমা কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
5/7
তারপরের সময়টা বেশ চড়াই উতরাইয়ে কেটেছে ৷ ক্যানসারের বুদ্ধে লড়াই বহু মানুষকে অনুপ্রেরণা দেবে ৷ ফাইল ছবি ৷
তারপরের সময়টা বেশ চড়াই উতরাইয়ে কেটেছে ৷ ক্যানসারের বুদ্ধে লড়াই বহু মানুষকে অনুপ্রেরণা দেবে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/7
মহিমার জন্ম দার্জিলিঙে, একাদশ শ্রেণি পর্যন্ত কার্সিয়াঙের ডাউ হিল স্কুলে লেখাপড়া করেন ৷ তারপরে দার্জিলিঙের লরেটো কলেজে লেখাপড়া করেন ৷ ফাইল ছবি ৷
মহিমার জন্ম দার্জিলিঙে, একাদশ শ্রেণি পর্যন্ত কার্সিয়াঙের ডাউ হিল স্কুলে লেখাপড়া করেন ৷ তারপরে দার্জিলিঙের লরেটো কলেজে লেখাপড়া করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/7
বাবা মরাঠি ও মা নেপালি ৷ ২০০৬-এর ২৩ মার্চ ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়, ২০০৭-এই মেয়ে আরিয়ানার জন্ম ৷ ফাইল ছবি ৷
বাবা মরাঠি ও মা নেপালি ৷ ২০০৬-এর ২৩ মার্চ ববি মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়, ২০০৭-এই মেয়ে আরিয়ানার জন্ম ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement