Actor Bonny Sengupta: পুজোতে এবার অভিনেতা বনির নতুন লুক, পুরুলিয়ার শ্যুটিং-এ পড়ল ধরা! দেখুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী। তিনি এই গ্রামের শেষ কথা। এই গ্রামের ভাল মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরীকা দেবীর কথায়। বানসারার রক্ষক ও সর্বময় এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ আসে পুলিশ অফিসার অজিতেষ। বানসারার রক্ষক এবার হবেন কে!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পরিচালক অতিউল ইসলাম জানান "পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ছয়শো-সাতশো টেকনিশিয়ান নিয়ে শ্যুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত কে এর আগে এইভাবে দর্শক দেখেনি এই টুকু বলতে পারি। এটা পুজোর বড়ো ছবি হতে পারে"। " পিএম মুভিজ" এর ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনাতে পুজোতে আসছে "বানসারা"।