রবিবারই কি গ্রেফতার রিয়া চক্রবর্তী! মাদক-কাণ্ডে ধৃত সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্ত
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
দীপেশ সুশান্তের পরিচারক। সে অভিনেতার সঙ্গেই সর্বক্ষণ থাকত। বাড়ির সর্বত্র ছিল দীপেশের অবাধ যাতায়াত। অভিনেতার ডুপ্লেক্সের নীচের তলায় থাকত সে।
advertisement
advertisement
advertisement
advertisement
মাদক-কাণ্ডে জড়িত থাকার অপরাধে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে রিয়ার একমাত্র ভাই শৌভিক চক্রবর্তীকে। পাশাপাশি গ্রেফতার করা হয় সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা-সহ পাঁচজনকে। শৌভিককে জেরার সময় সে স্বীকার করে নেয় তার অপরাধের কথা। পাশাপাশি জানিয়েছে, দিদি রিয়া চক্রবর্তীর কথাতেই সে এ সব কাজ করত। সংগৃহীত ছবি।
advertisement
advertisement