কঙ্গনাকে 'অর্ধ-শিক্ষিত উঠতি নায়িকা' বলে কটাক্ষ নাসিরউদ্দিন শাহ-র
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কঙ্গনাকে 'অর্ধ-শিক্ষিত' বলে তোপ দাগলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ
বরাবরই স্পষ্টবক্তা কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে দফায় দফায় বলিউডের নেপোটিজম, মাফিয়ারাজ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন বলিউডের ক্যুইন। বি-টাউনের স্বজনপোষণ আর উন্নাসিকতা নিয়ে এর আগেও বহুবার সরব হয়েছেন তিনি। এও দাবি করেন, সুশান্তের মৃত্যু নিয়ে যা-যা বলেছেন, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কারও ফিরিয়ে দেবেন। এবার সেই কঙ্গনাকেই 'অর্ধ-শিক্ষিত' বলে তোপ দাগলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ।
advertisement
সুশান্তের মৃত্যুর পর থেকেই মহেশ ভাট, করণ জোহর-সহ বলিউডের 'নেপো কিড'দের লাগাতার আক্রমণ করে চলেছেন কঙ্গনা। সুশান্ত মামলায় রিয়াকে সমসর্থ করায় আক্রমণ করেন আয়ুষ্মান খুরানাকেও। তাঁর নিজের কোনও অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল নেই, 'টিম কঙ্গনা রানাওয়াত' নামে একটি অ্যাকাউন্ট চালায় তাঁর ডিজিটাল টিম। নায়িকার প্রতিটি বক্তব্য, দাবি, অভিযোগ, বিতর্ক সেখানেই তুলে ধরা হয়। প্রতিনিয়ত পোস্ট করা হয় 'মুভি মাফিয়া' নিয়ে! এবার কঙ্গনাকে কটাক্ষ করলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি নাম না করেই 'কুইন' অভিনেত্রীকে 'অর্ধ-শিক্ষিত' বলে তোপ দাগেন
advertisement
সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলিউডের 'outsiders vs insiders' প্রসঙ্গে নাসিরউদ্দিন শাহ নাম না করে কঙ্গনার উদ্দেশ্যে বলেন, '' অর্ধ-শিক্ষিত কোনও উঠতি অভিনেত্রী কী বলছেন, কী ভাবছেন, তা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। দেখছি সুশান্তের সুবিচারের দায়িত্ব তিনি নিজেই যেঁচে কাঁধে তুলে নিয়েছেন! আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখা প্রয়োজন, যদি সত্যিই সুশান্তের সঙ্গে অন্যায় কিছু হয়ে থাকে, আইন তার মিমাংসা করবে।''
advertisement
advertisement
অন্যদিকে করণ জোহরের থেকে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়ার জোরদার দাবিও তুলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । সোমবার তিনি ট্যুইট করেন, ‘‘ভারত সরকারের কাছে আমি অনুরোধ করছি করণ জোহরের পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হোক । উনি প্রকাশ্যেই আমাকে ভয় দেখাচ্ছেন এবং ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথা বলছেন । সুশান্তের কেরিয়ার ধ্বংস করেছেন । উরি হামলায় পাকিস্তানকে সমর্থন করেছিলেন । ’’