Bollywood Movies: মারকাটারি অ্যাকশন, চোখা ভিলেন কিছুই নেই, নির্ভেজাল গল্প বলার ঢঙেই মন জিতে নিয়েছে এই ৫ ছবি
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Bollywood Movies: বক্স অফিসে রাজত্ব করছে ‘পুষ্পা ২’। মারকাটারি সংলাপ, স্টাইল আর চোখ ধাঁধানো অ্যাকশন। ব্যস, ছবি সুপার ডুপার হিট। এটাই যেন গতে বাঁধা ফরমুলা। কিন্তু এর বাইরে কী বেরনো যায়? বেরলে সেই ছবি কি হিট হতে পারে?
advertisement
advertisement
advertisement
advertisement
Meiyazhagan: ২২ বছর পর নিজের জন্মভিটেয় ফিরছে এক ব্যক্তি। সেই শহর, সেখানকার মানুষ, প্রকৃতি সবই তার চেনা, কিন্তু আবার কত অচেনাও। ২০২৪-এই মুক্তি পেয়েছে ‘Meiyazhagan’। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় কেরছেন অরবিন্দ স্বামী এবং কার্তি। ছবির গল্প হৃদয় ছুঁয়ে গিয়েছে সব বয়সের দর্শকদের। নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।
advertisement
12th Fail: গত কয়েক বছরে কোনও সিনেমাকে নিয়ে এত চর্চা হয়নি যতটা ‘12th Fail’-কে নিয়ে হয়েছে। দর্শক থেকে সমালোচক সকলেই মুগ্ধ। এক তরুণের আইপিএস হয়ে ওঠার গল্প বলেছে এই ছবি। কাহিনী বাস্তব জীবন থেকে নেওয়া। আইপিএস মনোজ কুমার শর্মার সংগ্রাম এবং সাফল্যই গল্পের মূল বিষয়বস্তু। এই ছবিটিও নেটফ্লিক্সে দেখা যাবে।
advertisement