Bollywood Gossip: বলিউডের চিরদুঃখী মা নিরুপা রায়, বাস্তবেও ছিলেন জনম দুখিনী!...ছেলে-বৌমা তাঁর জীবন করে নরকের মতো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পর্দায় মায়ের মমতা ফুটিয়ে সকলের চোখে জল এনে দিয়েছেন। এই সেই অভিনেত্রীদের মধ্যে যিনি সবথেকে এগিয়ে থাকবেন তিনি নিরূপা রায়।চলচ্চিত্রে তিনি যত দুঃখের চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনেও তার জীবন একই রকম ছিল।
বলিউডে এমন অনেক অভিনেত্রী ছিলেন যিনি নায়ক বা নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন। রীমা লাগু থেকে শুরু করে অঞ্জনা মুমতাজ, রাখি গুলজার, কিরণ খের, ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যাঁদের পর্দায় মায়ের মমতা ফুটিয়ে সকলের চোখে জল এনে দিয়েছেন। এই সেই অভিনেত্রীদের মধ্যে যিনি সবথেকে এগিয়ে থাকবেন তিনি নিরূপা রায়।চলচ্চিত্রে তিনি যত দুঃখের চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনেও তার জীবন একই রকম ছিল।
advertisement
নিরূপা রায়কে বলিউডের সবচেয়ে 'দুঃখী' মা বললে ভুল হবে না। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শশী কাপুর, বহু সুপারস্টারের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তিনি নিরূপা রায় নামে বলিউডে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু আপনি তাঁর আসল নাম জানেন না। ১৫ বছর বয়সে নিরূপা রায় বিয়ে করেন এবং তাঁর চলচ্চিত্র জীবনও শুরু হয় বিয়ের পর।
advertisement
advertisement
নিরুপার স্বামী কমল রায় রেশন ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন। কমল নিরূপা রায়কে সিনেমায় কাজ করতে অনুপ্রাণিত করেন। কিন্তু যখন নিরূপা রায়ের বাবা জানতে পারলেন যে তাঁর মেয়ে সিনেমায় কাজ শুরু করেছে, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাক্ষাতকারে নিরূপা রায় বলেছিলেন যে তাঁর বাবা তাকে বলেছিলেন যে তিনি সম্পর্ক শেষ করবেন। এরপর তিনি আর তাঁর সঙ্গে কথা বলেননি৷
advertisement
তিনি তাঁর কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য দেখেছেন। তবে তিনি এই সাফল্য পেয়েছেন প্রধান চরিত্রে নয়, মায়ের ভূমিকায়। তিনি হিন্দি সিনেমার সেইসব অভিনেত্রীদের একজন, যাঁর মুখ দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে এক বেদনাদায়ক মায়ের। অমিতাভ বচ্চন, শশী কাপুর সহ বড় পর্দায় অনেক বড় তারকার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নিরূপা রায়। নিরূপা রায় তাঁর চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যা একটি রেকর্ড।
advertisement
বাস্তব জীবনেও নিরূপা রায়ের সন্তানরা বিশেষ কিছু হয়ে ওঠেনি। কয়েক বছর আগে, নিরূপা রায়ের ছেলেদের একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যাতে তাঁদের একে অপরের সঙ্গে মারামারি করতে দেখা যায়। আসলে তাঁর ছোট ছেলের বিয়ে হওয়ার পরপরই তাঁর স্ত্রী নিরুপার ওপর নির্যাতন শুরু করে। ছোট মেয়ের জামাই তাঁর শাশুড়ি ও শ্বশুর নিরূপা রায় ও কমল রায়কে যৌতুকের জন্য হয়রানির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করেন।
advertisement
advertisement