শেষ পর্যন্ত অক্ষয়ের 'সূর্যবংশী'র মুক্তির দিন ঘোষণা, কবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
লকডাউন ৫-এ পর সিনেমা হল খোলার নির্দেশে বেশ খুশি হয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তবে তখনও ছবি মুক্তি সম্ভব কিনা তা ঠিক করা যায়নি। সে কারণে ফের পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। তবে শেষ পর্যন্ত ছবির মুক্তি নিয়ে আশাবাদী গোটা টিম।
প্রায় গত ২০ দিন ধরে রোহিত শেট্টি ও রিলায়েন্স এন্টারটেনমন্টের গোটা টিম জাতীয় মাল্টিপ্লেক্স চেনগুলির সঙ্গে কথোপকথনে জড়িত। সেখানে আলোচনার একটিই বিষয় কবে, কী ভাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'সূর্যবংশী'র মুক্তি সম্ভব? গুড ফ্রাইডের ছুটির সময়টায় এই ছবির মুক্তি দেওয়া যাবে কিনা? যদিও মাল্টিপ্লেক্সগুলি প্রযোজনা সংস্থার নানা শর্তে রাজি হয়নি বলেই বলিউড সূত্রে খবর।
advertisement
করোনার কালবেলায় বলিউডের বহু ছবিরই মুক্তি পিছিয়ে গিয়েছে। বহু ছবি হলে মুক্তি সম্ভব না দেখে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতেই মুক্তি পেয়েছে। কিন্তু সূর্যবংশীকে কোনও ভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিতে রাজি ছিলেন না পরিচালক রোহিত শেট্টি। এই ছবির স্টান্ট দৃশ্য এবং লার্জার দ্যান লাইফ দৃশ্য বড় পর্দা ছাড়া দর্শককে আকর্ষণ করবে না বলেই মনে করেছেন তিনি।
advertisement
বলিউড সূত্রে খবর, লকডাউন ৫-এ পর সিনেমা হল খোলার নির্দেশে বেশ খুশি হয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তবে তখনও ছবি মুক্তি সম্ভব কিনা তা ঠিক করা যায়নি। সে কারণে ফের পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। তবে শেষ পর্যন্ত ছবির মুক্তি নিয়ে আশাবাদী গোটা টিম। যদিও মাল্টিপ্লেক্সে নয়, সূর্যবংশী মুক্তি পাবে সিঙ্গল স্ক্রিনগুলিতে।
advertisement
advertisement