Bollywood: দুটো রুটির জন্য লেবুর রস বিক্রি করতেন, বাড়ি-বাড়ি কাগজ দিতেন, আজ তিনি বলিউডের তাবড় নায়িকা, টাকার পাহাড়ে থাকেন, কে বলুন তো? পড়ুন

Last Updated:
আজ তিনি জনপ্রিয়, সফল নায়িকা। টাকার পাহাড়ে থাকেন। কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না। শৈশবে জীবিকা নির্বাহ করতে রাস্তায়-রস্তায় লেবুর রস বিক্রি করতেন। বাড়িতে-বাড়িতে খবরের কাগজ পৌঁছে দিতেন। লোকের বাড়ির বাগান পরিস্কার করতেন। এই নায়িকার নাম বলতে পারবেন? পড়ুন
1/7
সবাই নিজের অতীতকে তুলে ধরতে পারেন না! বিশেষ করে যখন তা অন্ধকারে আচ্ছন্ন! আর তিনি যদি সেলেব্রিটি হন, তাহলে তো কথাই নেই! তবে এই নায়িকা নিজের 'অভিশপ্ত' অতীত নিয়ে খোলাখুলি কথা বলতে পরেন! এই বলিউড তারকা ভারতীয় ফিল্ম   ইন্ডাস্ট্রির অন্যতম ব্যক্তিত্ববান মহিলা।
সবাই নিজের অতীতকে তুলে ধরতে পারেন না! বিশেষ করে যখন তা অন্ধকারে আচ্ছন্ন! আর তিনি যদি সেলেব্রিটি হন, তাহলে তো কথাই নেই! তবে এই নায়িকা নিজের 'অভিশপ্ত' অতীত নিয়ে খোলাখুলি কথা বলতে পরেন! এই বলিউড তারকা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যক্তিত্ববান মহিলা।
advertisement
2/7
আজ তিনি জনপ্রিয়, সফল নায়িকা। টাকার পাহাড়ে থাকেন। কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না। শৈশবে জীবিকা নির্বাহ করতে রাস্তায়-রস্তায় লেবুর রস বিক্রি করতেন। বাড়িতে-বাড়িতে খবরের কাগজ পৌঁছে দিতেন। লোকের বাড়ির বাগান পরিস্কার করতেন। এই নায়িকার নাম বলতে পারবেন?
আজ তিনি জনপ্রিয়, সফল নায়িকা। টাকার পাহাড়ে থাকেন। কিন্তু শুরুটা এত মসৃণ ছিল না। শৈশবে জীবিকা নির্বাহ করতে রাস্তায়-রস্তায় লেবুর রস বিক্রি করতেন। বাড়িতে-বাড়িতে খবরের কাগজ পৌঁছে দিতেন। লোকের বাড়ির বাগান পরিস্কার করতেন। এই নায়িকার নাম বলতে পারবেন?
advertisement
3/7
নায়িকার নাম সানি লিওনি। তাঁর জন্মগত নাম কারেনজিৎ কওর। জন্ম কানাডায়। ছোট থেকেই পরিবারে দারিদ্র। পেট চালাতে কোন-ও কাজকেই না বলেননি সানি।
নায়িকার নাম সানি লিওনি। তাঁর জন্মগত নাম কারেনজিৎ কওর। জন্ম কানাডায়। ছোট থেকেই পরিবারে দারিদ্র। পেট চালাতে কোন-ও কাজকেই না বলেননি সানি।
advertisement
4/7
একটি সাক্ষাৎকারে সানি বলেন, '' কানাডায় স্কুলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা-তামাশা করত। আমার পোশাক-আশাক বাকিদের মত দামি ছিল না। আমার খুব খারাপ লাগত।''
একটি সাক্ষাৎকারে সানি বলেন, '' কানাডায় স্কুলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা-তামাশা করত। আমার পোশাক-আশাক বাকিদের মত দামি ছিল না। আমার খুব খারাপ লাগত।''
advertisement
5/7
সানি লিওনি জানান, বলিউডে-ও তিনি নানা অপমানের সম্মুখীন হয়েছেন তিনি। একাধিক সহ-কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
সানি লিওনি জানান, বলিউডে-ও তিনি নানা অপমানের সম্মুখীন হয়েছেন তিনি। একাধিক সহ-কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
advertisement
6/7
কিন্তু সানি নিজের যেদের কাছে হার মানেননি। মুখ বুজে সব সহ্য করেছেন। বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে চলেছে তাঁর নিরলস পরিশ্রম।
কিন্তু সানি নিজের যেদের কাছে হার মানেননি। মুখ বুজে সব সহ্য করেছেন। বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে চলেছে তাঁর নিরলস পরিশ্রম।
advertisement
7/7
অবশেষে সাফল্য পেয়েছেন সানি। পেয়েছেন জনপ্রিয়তা। সূত্রের খবর, 'রইস'-এ 'লায়লা' আইটেম গানে নাচার জন্য তিনি ৩ কোটি টাকা নিয়েছিলে।
অবশেষে সাফল্য পেয়েছেন সানি। পেয়েছেন জনপ্রিয়তা। সূত্রের খবর, 'রইস'-এ 'লায়লা' আইটেম গানে নাচার জন্য তিনি ৩ কোটি টাকা নিয়েছিলে।
advertisement
advertisement
advertisement