

• ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। ফুসফুস-এর ক্যান্সার হয়েছে তাঁর। স্টেজ থ্রি তে ধরা পড়েছে সঞ্জয়ের ক্যান্সার। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আবার লেখা হয়, সঞ্জু বাবা স্টেজ ৪ ক্যান্সারে আক্রান্ত ।


• মুম্বইয়ের হাসপাতালে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা করেছেন সঞ্জয় । প্রথম কেমোথেরাপিও নেওয়া হয়ে গিয়েছে । অভিনেতার শরীর যথাযথভাবে সাড়া দিচ্ছে বলে জানা গিয়েছে । সঞ্জয়’কে পরবর্তী ধাপে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা থাকলেও, ভিসা সংক্রান্ত কিছু বিপত্তির জেরে সেই পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে ।


• এই কঠিন মুহূর্তে সঞ্জয়ের পাশেই রয়েছেন তাঁর দ্বিতীয় ও বর্তমান স্ত্রী মান্যতা দত্ত । মান্যতা সঞ্জয়ের থেকে ১৯ বছরের ছোট । তাঁদের দুই যমজ ছেলে-মেয়ের নাম ইকরা আর শাহরান ।


• সঞ্জয়ের শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসতেই শক্ত হাতে বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করে চলেছেন মান্যতা । বারংবার সঞ্জুর ভক্তদের কাছে তিনি আবেদন করেছিলেন, কোনওরকম গুজব যাতে না ছড়ানো হয় । অভিনেতার শারীরিক অবস্থার সমস্ত খবর পরিবারের তরফেই সকলকে জানানো হবে । পাশাপাশি, নিজেও সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে মানসিক দৃঢ়তা বজায় রাখতে চেষ্টা করে চলেছেন ।


• সে কারণেই সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ফোটো শেয়ার করলেন তিনি । সঞ্জয়ের সঙ্গে পোজ দিয়েছেন ছবিটিতে । আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘‘যে ভাবে তুমি বেঁচে থাকো, যা তোমাকে বয়ে চলার জন্য দেওয়া হয়েছে । তুমি একটা পদক্ষেপ সবার আগে ফেলতে পারো ...যাতে তুমি চলতে পারো...একসঙ্গে পথ চলতে পারো ।’’


• সঞ্জয়ের পরিবার আগেও বহুবার তছনছ হয়েছে এই মারণ রোগের খেলায় । তার থাবা থেকে রক্ষা পেলেন না সঞ্জু বাবাও । আর এতেই যেন দুমড়ে মুচড়ে গিয়েছেন মান্যতা । কিন্তু সেটা কখনওই প্রকাশ্যে আনতে চান না তিনি । এই যুদ্ধের সময়ে, দৃঢ় মনে, সাহসের সঙ্গে লড়াই করতে চান মান্যতা ।