প্রকাণ্ড সাদা হাতিতে পরিণত হয়েছে RK Studio ! বাড়ছে ক্ষতির পরিমাণ: ঋষি কাপুর
Last Updated:
advertisement
৭০ বছরের পথ চলা শেষ। ক্ল্যাপস্টিকের শব্দ থমকে থাকবে দেওয়ালে দেওয়ালে। থেকে যাবে বলিউডের একাল থেকে সেকালের স্মৃতি। পড়ে থাকবে অসংখ্য সুপারহিট-মেগাহিট ছবির স্পুল। শুধু থাকবে না রাজ কাপুরের নামাঙ্কিত ব্যানারটা। আর কে স্টুডিও বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলল কাপুর পরিবার। রবিবার এই খবর জানিয়েছেন স্বয়ং ঋষি কাপুর। তাঁর মতে ‘‘ স্টুডিওটি প্রকাণ্ড সাদা হাতিতে পরিণত হয়েছে। ক্রমশ বাড়ছে ক্ষতির পরিমাণ। আমাদের সব ভাইদের সম্পর্ক যথেষ্ট গভীর। কিন্তু পরবর্তী প্রজন্ম কি করবে জানি না। আরকে স্টুডিওকে বাঁচানোর চেষ্টা আমরা অনেক করেছি ৷ এই স্টুডিও নিয়ে কাপুর পরিবার অনেক আবেগপ্রবণ ৷ কিন্তু প্রায় ছাইয়ে পরিণত হওয়া এই স্টুডিওকে আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন ৷ সিনেমা, টিভি সিরিয়াল, বিজ্ঞাপন থেকে কিছু বুকিং পেলেও বেশ অনেক বছর ধরেই লোকসানে চলছে এই স্টুডিও ৷’’
advertisement
১৯৪৮ সালে RK Studio তৈরি করেছিলেন খোদ রাজ কাপুর। এরপর কাপুর পরিবারের প্রজন্মের পর প্রজন্ম সাক্ষী সাত দশকের পথ চলার। ‘আওয়ারা’ থেকে ‘মেরা নাম জোকার’। ‘ববি’ থেকে ‘আ অব লট চলে’। আর কে ফিল্ম সের একের পর এক মাইলস্টোন ছবির শুটিং হয়েছে চেম্বুরের এই স্টুডিওয়। নার্গিস, বৈজয়ন্তীমালা থেকে ঐশ্বর্য রাই। কেউই বাদ যাননি। Photo: Collected
advertisement
advertisement
advertisement