বলিউড ও দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল শুক্রবার সিল্পপতি গৌতম কিচলুতে বিয়ে করেছেন ৷ কাজল ও গৌতমের বিয়ের অনুষ্টান তাজ হোটেলে হয়েছিল ৷ পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে ৷ অভিনেত্রী যখন বিয়ের কথা ঘোষণা করেছিলেন ঠিক তখনই ভক্তরা কাজলকে কনের বেশে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন ৷ কাজল আগরওয়ালের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে ৷ যেখানে দেখতে পাওয়া গিয়েছে গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি ৷ (photo credit: instagram/@kajal.fc).