শরীর থেকে খসে পড়ছে পোশাক, একের পর এক অন্তর্বাসের ছবিতে ভাইরাল জাহ্নবী কাপুর
- Published by:Simli Raha
Last Updated:
নিজের Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)।
• সম্প্রতি জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) দেখা গেল একটি পত্রিকার কভার গার্ল হিসাবে। কী ভাবে শ্যুটিং হল এই করোনাকালে? এই প্রশ্ন মনের মধ্যে উঁকি দেওয়ার আগেই জাহ্নবী স্পষ্ট করে বলে দিলেন যে এই শ্যুটিং হয়েছে মহারাষ্ট্রে লকডাউন শুরু হওয়ার আগেই। নিজের Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
• Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন তিনি। বলেছেন যে এই কাজ তিনি অনেক আগেই করেছেন। আর যখন এই কভার শ্যুট হচ্ছিল তখন সবাই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছেন। করোনার চাপে গোটা দেশের অবস্থা এখন বেশ খারাপ। সেই নিয়ে চিন্তিত জাহ্নবী। এতে যে সবার উপরেই মানসিক চাপ সৃষ্টি হচ্ছে সে কথাও বলেন তিনি। সবাই সংযত ও সুরক্ষিত থাকার উপদেশও দেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement