শরীর থেকে খসে পড়ছে পোশাক, একের পর এক অন্তর্বাসের ছবিতে ভাইরাল জাহ্নবী কাপুর

Last Updated:
নিজের Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)।
1/11
• সম্প্রতি জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) দেখা গেল একটি পত্রিকার কভার গার্ল হিসাবে। কী ভাবে শ্যুটিং হল এই করোনাকালে? এই প্রশ্ন মনের মধ্যে উঁকি দেওয়ার আগেই জাহ্নবী স্পষ্ট করে বলে দিলেন যে এই শ্যুটিং হয়েছে মহারাষ্ট্রে লকডাউন শুরু হওয়ার আগেই। নিজের Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন তিনি।
• সম্প্রতি জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) দেখা গেল একটি পত্রিকার কভার গার্ল হিসাবে। কী ভাবে শ্যুটিং হল এই করোনাকালে? এই প্রশ্ন মনের মধ্যে উঁকি দেওয়ার আগেই জাহ্নবী স্পষ্ট করে বলে দিলেন যে এই শ্যুটিং হয়েছে মহারাষ্ট্রে লকডাউন শুরু হওয়ার আগেই। নিজের Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন তিনি।
advertisement
2/11
• Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন তিনি। বলেছেন যে এই কাজ তিনি অনেক আগেই করেছেন। আর যখন এই কভার শ্যুট হচ্ছিল তখন সবাই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছেন। করোনার চাপে গোটা দেশের অবস্থা এখন বেশ খারাপ। সেই নিয়ে চিন্তিত জাহ্নবী। এতে যে সবার উপরেই মানসিক চাপ সৃষ্টি হচ্ছে সে কথাও বলেন তিনি। সবাই সংযত ও সুরক্ষিত থাকার উপদেশও দেন তিনি।
• Instagram অ্যাকাউন্টে পত্রিকার প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন তিনি। বলেছেন যে এই কাজ তিনি অনেক আগেই করেছেন। আর যখন এই কভার শ্যুট হচ্ছিল তখন সবাই স্বাস্থ্যবিধি মেনেই কাজ করেছেন। করোনার চাপে গোটা দেশের অবস্থা এখন বেশ খারাপ। সেই নিয়ে চিন্তিত জাহ্নবী। এতে যে সবার উপরেই মানসিক চাপ সৃষ্টি হচ্ছে সে কথাও বলেন তিনি। সবাই সংযত ও সুরক্ষিত থাকার উপদেশও দেন তিনি।
advertisement
3/11
• খুশ ওয়েডিং পত্রিকায় একজন নিউ এজ আধুনিক বধূর রূপে দেখা গিয়েছিল জাহ্নবীকে। এবার ট্র্যাভেল + লেজার নামক এক ভ্রমণ পত্রিকার প্রচ্ছদে দেখা গেল নায়িকার বিকিনি অবতার।
• খুশ ওয়েডিং পত্রিকায় একজন নিউ এজ আধুনিক বধূর রূপে দেখা গিয়েছিল জাহ্নবীকে। এবার ট্র্যাভেল + লেজার নামক এক ভ্রমণ পত্রিকার প্রচ্ছদে দেখা গেল নায়িকার বিকিনি অবতার।
advertisement
4/11
• ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বিকিনির উপযোগী চেহারা তৈরি করতে যথেষ্ট শারীরিক কসরত করেছেন জাহ্নবী। তাঁর পরনে রয়েছে শিমারি রুপোলি ব্রালেট। ব্রালেটের সঙ্গেই রয়েছে মানানসই গিঁট বাঁধা স্কার্টও।
• ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বিকিনির উপযোগী চেহারা তৈরি করতে যথেষ্ট শারীরিক কসরত করেছেন জাহ্নবী। তাঁর পরনে রয়েছে শিমারি রুপোলি ব্রালেট। ব্রালেটের সঙ্গেই রয়েছে মানানসই গিঁট বাঁধা স্কার্টও।
advertisement
5/11
• এই ফটোশ্যুট হয়েছে মলদ্বীপে। তাই নায়িকার পিছনে দেখা যাচ্ছে সমুদ্রের সুনীল জলরাশি।
• এই ফটোশ্যুট হয়েছে মলদ্বীপে। তাই নায়িকার পিছনে দেখা যাচ্ছে সমুদ্রের সুনীল জলরাশি।
advertisement
6/11
• নেপথ্যের নৈসর্গিক দৃশ্য, জাহ্নবীর পোশাক, তাঁর মেক-আপ ও লাস্যময়ী ভঙ্গিমা- সব মিলিয়ে এক স্বপ্নের মতো লাগছে এই প্রচ্ছদ।
• নেপথ্যের নৈসর্গিক দৃশ্য, জাহ্নবীর পোশাক, তাঁর মেক-আপ ও লাস্যময়ী ভঙ্গিমা- সব মিলিয়ে এক স্বপ্নের মতো লাগছে এই প্রচ্ছদ।
advertisement
7/11
• মে মাসের শুরুতেই মলদ্বীপ উড়ে গিয়েছিলেন জাহ্নবী এই ফটোশ্যুট করবেন বলে। ওয়েস্টিন মলডাইভস মিরিয়ান্ডহু রিসর্ট-এ এই গ্ল্যামারাস ফটোশ্যুট হয়েছে। Instagram-এ এই পত্রিকার তরফ থেকে জাহ্নবীর অনেক অপ্রকাশিত ছবি এখানে পোস্ট করা হয়েছে।
• মে মাসের শুরুতেই মলদ্বীপ উড়ে গিয়েছিলেন জাহ্নবী এই ফটোশ্যুট করবেন বলে। ওয়েস্টিন মলডাইভস মিরিয়ান্ডহু রিসর্ট-এ এই গ্ল্যামারাস ফটোশ্যুট হয়েছে। Instagram-এ এই পত্রিকার তরফ থেকে জাহ্নবীর অনেক অপ্রকাশিত ছবি এখানে পোস্ট করা হয়েছে।
advertisement
8/11
• একটি ছবির নিচে জাহ্নবীরই একটি মন্তব্য তুলে দেওয়া হয়েছে। জাহ্নবী বলেছিলেন যে তিনি ওয়াটার বেবি বা জলকন্যা। হাই স্লিট ফ্লোই স্কার্ট পরিহিতা নায়িকাকে দেখে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে।
• একটি ছবির নিচে জাহ্নবীরই একটি মন্তব্য তুলে দেওয়া হয়েছে। জাহ্নবী বলেছিলেন যে তিনি ওয়াটার বেবি বা জলকন্যা। হাই স্লিট ফ্লোই স্কার্ট পরিহিতা নায়িকাকে দেখে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে।
advertisement
9/11
• একটা সময় ছিল যখন পশ্চিমি পোশাকে জড়তা অনুভব করতেন জাহ্নবী। এখন তিনি বলিউডের জনপ্রিয় পোস্টার গার্ল।
• একটা সময় ছিল যখন পশ্চিমি পোশাকে জড়তা অনুভব করতেন জাহ্নবী। এখন তিনি বলিউডের জনপ্রিয় পোস্টার গার্ল।
advertisement
10/11
• গোটা দেশ যখন করোনার করাল গ্রাসে, তখন বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী মলদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। সেই নিয়ে জনরোষের মুখোমুখিও হন তাঁরা। সেই জন্যই বোধহয় আগে থেকেই জাহ্নবী সাফাই গেয়ে রেখেছেন।
• গোটা দেশ যখন করোনার করাল গ্রাসে, তখন বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী মলদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন। সেই নিয়ে জনরোষের মুখোমুখিও হন তাঁরা। সেই জন্যই বোধহয় আগে থেকেই জাহ্নবী সাফাই গেয়ে রেখেছেন।
advertisement
11/11
 • সবাইকে ভ্যাকসিন নিতে অনুরোধও জানান তিনি।
• সবাইকে ভ্যাকসিন নিতে অনুরোধও জানান তিনি।
advertisement
advertisement
advertisement