Irrfan Khan| 'নিউরো মানেই ব্রেনের অসুখ নয়, গুগল করুন,' যন্ত্রণায় কাতরেও রসিকতা করেছিলেন ইরফান
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
খারাপ খবরটি প্রথম এসেছিল, ২০১৮ সালের ৫ মার্চ৷ ট্যুইটারে ইরফান নিজেই জানিয়েছিলেন তাঁর টিউমারের কথা৷
মঙ্গলবার শরীরটা হঠাত্ বেশ খারাপ হয়৷ তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে৷ আইসিইউ-তে ভর্তির সময়ই খানিক আন্দা মিলেছিল, অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে৷ বুধবার সকালেই এল দুঃসংবাদ৷ স্ত্রী ও দুই ছেলে সারাদিন-রাত ইরফানের কাছেই ছিলেন হাসপাতালে৷ মারণ নিউরোএন্ডোক্রাইন টিউমারের বিরুদ্ধে অসাধারণ লড়াই চালিয়ে গিয়ে শেষটায় আর পেরে উঠলেন না৷
advertisement
মঙ্গলবার ইরফানের মুখপাত্র বলেছিলেন, ইরফানকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে ঠিকই৷ কিন্তু তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন৷ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন৷ দয়া করে গুজব ছড়াবেন না৷ এরপরে রাতে অভিনেতাকে ভেন্টিলেটরে দেওয়া হয়৷
advertisement
তখনও একটি বিবৃতিতে জানানো হয়, ইরফানের স্বাস্থ্য নিয়ে নানা খারাপ জল্পনা খুবই বিরক্তিকর৷ কিছু সংবাদমাধ্যম গুজব ছড়াচ্ছে অযথা আতঙ্ক তৈরি করছে৷ ইরফান আত্মবিশ্বাসী ও শক্তিশালী৷ লড়াই এখনও চালিয়ে যাচ্ছেন৷
advertisement
খারাপ খবরটি প্রথম এসেছিল, ২০১৮ সালের ৫ মার্চ৷ ট্যুইটারে ইরফান নিজেই জানিয়েছিলেন তাঁর টিউমারের কথা৷ সেই ট্যুইটে লিখেছিলেন, 'অনেক সময় আপনার ঘুম ভাঙে একটা বড় ধাক্কায়৷ জীবন একটা ধাক্কা দেয়৷ গত ১৫ দিন আমার জীবনটা একটি রহস্যময় গল্প হয়ে দাঁড়িয়েছে৷ আমি সর্বদা ভিন্ন ধরনের গল্প খুঁজি৷ তা করতে করতেই আমি একটি বিরল রোগও খুঁজে পেয়েছি৷ আমি কখনও হাল ছাড়িনি৷ লড়াইটা চালিয়ে গিয়েছি৷ আমার পরিবার, বন্ধুরা পাশে আছে৷ ভাববেন না, আমি আবার জীবনের গল্প এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব৷ পরের চিকিত্সা পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ তত দিন আমার জন্য শুভকামনা করুন৷'
advertisement
২০১৮ সালের ১৬ মার্চ আরও একটি বিবৃতি দেন অভিনেতা৷ তিনি জানান, তাঁর একটি বিরল অসুখ হয়েছে, তার নাম নিউরোএন্ডোক্রাইন টিউমার৷ তিনি ট্যুইটারে লেখেন, 'আমার নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিত্সা চলছে৷ রোগটা কঠিন হলেও, প্রচুর শুভেচ্ছা, আশীর্বাদে আমি আশাবাদী৷ আরেকটা কথা হল, নিউরো মানেই ব্রেন নয়৷ গুজব ছড়াচ্ছে ব্রেন টিউমারের৷ জানতে গুগল করতে পারেন৷ আমার আশা, আমি শীঘ্রই ফিরব৷'
advertisement
রাজস্থানের বাসিন্দা ইরফান খান ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাশ করে ৮০-র দশকে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেন৷ চাণক্য, বনেগি আপনি বাত, ভারত এক খোঁজ ও চন্দ্রকান্তার মতো হিট সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করেন৷
advertisement