Suhana Khan Apartment: ২১ বছরেই নিউইয়র্কের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সম্রাজ্ঞী সুহানা খান!

Last Updated:
ফিল্ম স্টাডিজ নিয়ে আমেরিকাতেই পড়াশোনা করছেন সুহানা । তাই তাঁর নিজস্ব একটি অভিজাত ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে নিউ ইয়র্কের বুকে ।
1/8
• তিনি দেশের অন্যতম নামজাদা স্টার কিড । তিনি কিং খানের মেয়ে বলে কথা । সুহানা খান নামটা সকলের কাছেই ভীষণ পরিচিত । সম্প্রতি নজরে এসেছে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর কন্যা সুহানা খান (Suhana Khan)-এর বিলাসবহুল নিউ ইয়র্ক অ্যাপার্টমেন্টের এর ছবি। ফিল্ম স্টাডিজ নিয়ে সেখানেই পড়াশোনা করছেন সুহানা । তাই তাঁর নিজস্ব একটি অ্যাপার্টমেন্ট রয়েছে নিউ ইয়র্কের বুকে ।
• তিনি দেশের অন্যতম নামজাদা স্টার কিড । তিনি কিং খানের মেয়ে বলে কথা । সুহানা খান নামটা সকলের কাছেই ভীষণ পরিচিত । সম্প্রতি নজরে এসেছে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর কন্যা সুহানা খান (Suhana Khan)-এর বিলাসবহুল নিউ ইয়র্ক অ্যাপার্টমেন্টের এর ছবি। ফিল্ম স্টাডিজ নিয়ে সেখানেই পড়াশোনা করছেন সুহানা । তাই তাঁর নিজস্ব একটি অ্যাপার্টমেন্ট রয়েছে নিউ ইয়র্কের বুকে ।
advertisement
2/8
• সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে একটি সেলফি পোস্ট করেন সুহানা। সেখানে আয়নার সামনে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ছবির পেছনেই উঁকি মারছিল নতুন বিলাবহুল সেই আস্তানার কয়েকটা ঝলক ।
• সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে একটি সেলফি পোস্ট করেন সুহানা। সেখানে আয়নার সামনে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ছবির পেছনেই উঁকি মারছিল নতুন বিলাবহুল সেই আস্তানার কয়েকটা ঝলক ।
advertisement
3/8
• ছবিতে সুহানাকে দেখা গিয়েছে ফিটফাট পোশাকে। তাঁর পরনে ছিল সবুজ রঙের হাই-ওয়েস্ট ব্যাগি জিন্স আর জলপাই রঙের ক্রপ করা টপ। পায়ে সাদা রঙের স্নিকার্স। তাঁর পোশাকের মতোই ফিটফাট তাঁর বেডরুমও৷ সেলফিতে দেখা গিয়েছে তাঁর বেডরুমের যাবতীয় আসবাবপত্রের ছবি। বেডসাইড টেবলে আবার ছোট ভাই আব্রামের একটি ছবি আর ক্যান্ডেল স্ট্যান্ডও দেখা গিয়েছে ।
• ছবিতে সুহানাকে দেখা গিয়েছে ফিটফাট পোশাকে। তাঁর পরনে ছিল সবুজ রঙের হাই-ওয়েস্ট ব্যাগি জিন্স আর জলপাই রঙের ক্রপ করা টপ। পায়ে সাদা রঙের স্নিকার্স। তাঁর পোশাকের মতোই ফিটফাট তাঁর বেডরুমও৷ সেলফিতে দেখা গিয়েছে তাঁর বেডরুমের যাবতীয় আসবাবপত্রের ছবি। বেডসাইড টেবলে আবার ছোট ভাই আব্রামের একটি ছবি আর ক্যান্ডেল স্ট্যান্ডও দেখা গিয়েছে ।
advertisement
4/8
• কাঠের সুন্দর মেঝে, আরামদায়ক খাট-বিছানা, বিছানার পাশে একটি চমৎকার টেবিল ও একটি রিভলভিং চেয়ার- মোটামুটি এই হল সুহানা খানের বেডরুমের ছবি। এই ছবিই তিনি তার অনুরাগী ও দর্শকবৃন্দের জন্য ভাগ করে নিয়েছেন।
• কাঠের সুন্দর মেঝে, আরামদায়ক খাট-বিছানা, বিছানার পাশে একটি চমৎকার টেবিল ও একটি রিভলভিং চেয়ার- মোটামুটি এই হল সুহানা খানের বেডরুমের ছবি। এই ছবিই তিনি তার অনুরাগী ও দর্শকবৃন্দের জন্য ভাগ করে নিয়েছেন।
advertisement
5/8
• কয়েকদিন আগেই তিনি নিজের আ্যাপার্টমেন্টের বারান্দা থেকে সূর্যাস্ত ফ্রেমবন্দি করার ছবি দিয়েছিলেন। সেই ছবিতে তাঁর নতুন কেনা আ্যাপার্টমেন্টটি দেখা গিয়েছিল। ছবির সঙ্গে ঘরের একটি ইমোটিকন দিতেও ভোলেননি তিনি।
• কয়েকদিন আগেই তিনি নিজের আ্যাপার্টমেন্টের বারান্দা থেকে সূর্যাস্ত ফ্রেমবন্দি করার ছবি দিয়েছিলেন। সেই ছবিতে তাঁর নতুন কেনা আ্যাপার্টমেন্টটি দেখা গিয়েছিল। ছবির সঙ্গে ঘরের একটি ইমোটিকন দিতেও ভোলেননি তিনি।
advertisement
6/8
• বোঝাই যাচ্ছে নিজের নতুন এই বাড়িটির প্রেমে পড়ে গিয়েছেন সুহানা। মাঝেমধ্যেই নতুন অ্যাপার্টমেন্টের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় । কখনও বন্ধুদের সঙ্গে হ্যাং-আউট, কখনও আবার সেলফি ।
• বোঝাই যাচ্ছে নিজের নতুন এই বাড়িটির প্রেমে পড়ে গিয়েছেন সুহানা। মাঝেমধ্যেই নতুন অ্যাপার্টমেন্টের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় । কখনও বন্ধুদের সঙ্গে হ্যাং-আউট, কখনও আবার সেলফি ।
advertisement
7/8
• সুহানার বয়স এখন মোটে ২১ । কিন্তু এই অল্প বয়সেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া । এখনও বলিউডে পা রাখেননি সুহানা । তার আগেই তাঁর ভক্ত সংখ্যা দেখে যে কোনউ হিংসা করবেন ।
• সুহানার বয়স এখন মোটে ২১ । কিন্তু এই অল্প বয়সেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া । এখনও বলিউডে পা রাখেননি সুহানা । তার আগেই তাঁর ভক্ত সংখ্যা দেখে যে কোনউ হিংসা করবেন ।
advertisement
8/8
• একদিকে যেমন রয়েছে সামাজিক নেট-মাধ্যমে তাঁর ক্রিয়াকলাপ, অন্য দিকে একই সঙ্গে রয়েছে বিভিন্ন সামাজিক ইস্যুতে তাঁর মতামত। নিজের গায়ের রঙের জন্য নানা জায়গায় তাঁর উদ্দেশ্যে ভেসে এসেছে টিকা-টিপ্পনি। একাধিকবার বর্ণবৈষম্যের শিকারও হয়েছেন তিনি। সে সব নিয়ে নিজের প্রতিবাদ কখনও লুকিয়ে রাখেননি তিনি। একাধিকবার সরব হয়েছেন।
• একদিকে যেমন রয়েছে সামাজিক নেট-মাধ্যমে তাঁর ক্রিয়াকলাপ, অন্য দিকে একই সঙ্গে রয়েছে বিভিন্ন সামাজিক ইস্যুতে তাঁর মতামত। নিজের গায়ের রঙের জন্য নানা জায়গায় তাঁর উদ্দেশ্যে ভেসে এসেছে টিকা-টিপ্পনি। একাধিকবার বর্ণবৈষম্যের শিকারও হয়েছেন তিনি। সে সব নিয়ে নিজের প্রতিবাদ কখনও লুকিয়ে রাখেননি তিনি। একাধিকবার সরব হয়েছেন।
advertisement
advertisement
advertisement