টাকা নেই, ধুলোয়ে মিশছে কাপুর পরিবারের হাভেলি!মিউজিয়াম বানাতে অক্ষম পাকিস্তান

Last Updated:
1/6
▪️ঋষি কাপুরের মৃত্যুর পর আবার সামনে এল পাকিস্তানের মাটিতে কাপুরদের হাভেলির খবর৷ এক সময় বলা হয়েছিল যে এই হাভেলিকে মিউজিয়াম বানানো হবে৷ কিন্তু কোথায় কী, ধুলোয় মিশছে ভারতীয় ইতিহাসের এই অঙ্গ৷
▪️ঋষি কাপুরের মৃত্যুর পর আবার সামনে এল পাকিস্তানের মাটিতে কাপুরদের হাভেলির খবর৷ এক সময় বলা হয়েছিল যে এই হাভেলিকে মিউজিয়াম বানানো হবে৷ কিন্তু কোথায় কী, ধুলোয় মিশছে ভারতীয় ইতিহাসের এই অঙ্গ৷
advertisement
2/6
▪️কাপুরদের পুরনো বাড়ি রয়েছে পাকিস্তানের পেশওয়ারের কিস্সা খাওয়ানি বাজারে৷ সেখানেই জন্মান পৃথ্বিরাজ কাপুর এবং রাজ কাপুরও৷ তাই ভারতের চলচ্চিত্র ইতিহাসের সঙ্গে জড়িয়ে পেশওয়ার৷
▪️কাপুরদের পুরনো বাড়ি রয়েছে পাকিস্তানের পেশওয়ারের কিস্সা খাওয়ানি বাজারে৷ সেখানেই জন্মান পৃথ্বিরাজ কাপুর এবং রাজ কাপুরও৷ তাই ভারতের চলচ্চিত্র ইতিহাসের সঙ্গে জড়িয়ে পেশওয়ার৷
advertisement
3/6
▪️২০১৮ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ইমরান খান জানিয়েছিলেন যে কাপুরদের পুরনো সম্পত্তি তিনি রক্ষা করবেন৷ বানানো হবে জাদুঘর৷
▪️২০১৮ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ইমরান খান জানিয়েছিলেন যে কাপুরদের পুরনো সম্পত্তি তিনি রক্ষা করবেন৷ বানানো হবে জাদুঘর৷
advertisement
4/6
▪️সেই মাফিক পরিকল্পনাও করা হয়েছিল৷ হেরিটেজ ডিপার্টমেন্ট এই নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করেছিল৷ বলা হয়েছিল যে এই বিশাল বাড়িটি মেরামতি করা হবে এবং তা পরবর্তীতে জাদুঘর হিসেবেই খুলবে দর্শকদের জন্য৷
▪️সেই মাফিক পরিকল্পনাও করা হয়েছিল৷ হেরিটেজ ডিপার্টমেন্ট এই নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করেছিল৷ বলা হয়েছিল যে এই বিশাল বাড়িটি মেরামতি করা হবে এবং তা পরবর্তীতে জাদুঘর হিসেবেই খুলবে দর্শকদের জন্য৷
advertisement
5/6
▪️বেশ কিছু বছর আগে একটি ছবি পোস্ট করেছিলেন ঋষি কাপুর৷ তিনি লিখেছিলেন যে রণধীর এবং তিনি একবার গিয়েছিলেন সেখানে৷ খবুই আদর পেয়েছিলেন তাঁরা৷ কোথাও যেন শিকড়ের টান অনুভব করেছিলেন তাঁরা৷
▪️বেশ কিছু বছর আগে একটি ছবি পোস্ট করেছিলেন ঋষি কাপুর৷ তিনি লিখেছিলেন যে রণধীর এবং তিনি একবার গিয়েছিলেন সেখানে৷ খবুই আদর পেয়েছিলেন তাঁরা৷ কোথাও যেন শিকড়ের টান অনুভব করেছিলেন তাঁরা৷
advertisement
6/6
▪️তবে সেই বিশাল এলাকা আপাতত এক ব্যক্তির সম্পত্তি৷ সেখানে জাদুঘর খোলা সম্ভব নয় প্রশাসনের, কারণ সেই পরিমাণ টাকা নেই তাদের কাছে৷ তবে কাপুরদের পুরনো বাড়ি ভাঙতে যাতে তিনি না পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে৷
▪️তবে সেই বিশাল এলাকা আপাতত এক ব্যক্তির সম্পত্তি৷ সেখানে জাদুঘর খোলা সম্ভব নয় প্রশাসনের, কারণ সেই পরিমাণ টাকা নেই তাদের কাছে৷ তবে কাপুরদের পুরনো বাড়ি ভাঙতে যাতে তিনি না পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement