কলকাতার মেয়ে অন্তরা বিশ্বাস। ভোজপুরি সিনেমায় তিনি মোনালিসা নামেই পরিচিত। ভোজপুরি ছবির যেকোনো নজরকাড়া আইটেম গান মাতাতেও দেখা যায় তাকে। কলকাতার ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো'-এর ঝুমা বউদির চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে ঝড় তুলেছেন এ 'বিগ বস' প্রতিযোগী। তাঁর শরীরী খাঁজে সব সময় উত্তেজনার সুরসুরি। শরীরই তাঁর প্রধান অস্ত্র। এই অস্ত্রে গোটা ইন্ডাস্ট্রি ঘায়েল। ভোজপুরি ছবির অভিনেতা বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম ছিল মোনালিসার। বিক্রান্ত ভারতের মেগা রিয়্যালিটি অনুষ্ঠান 'বিগ বস'-এ হাউসের মধ্যেই ভোজপুরি ছবির এ বাঙালি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
photo source collected