বলিউডের বিগ স্ক্রিনে অভিষেকের অপেক্ষায় এই ৫ স্টারকিড, জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রথমেই বলা যাক শানায়া কাপুরের নাম। অভিনেতা সঞ্জয় কাপুরের একমাত্র মেয়ে শানায়া। জাহ্নবীর নেটফ্লিক্সের ছবি 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেছেন শানায়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই করণ জোহরের ব্যানারে বলিউডে পা রাখতে চলেছেন শানায়া।
বলিউডে স্টারকিডদের অভিনয় নিয়ে নানা বিতর্ক। তবে তারকাদের ছেলেমেয়েরা বেশিরভাগই বেছে নিয়েছেন অভিনয় জগতকেও। তেমনই আরও কয়েকজন স্টারকিড অপেক্ষা করে রয়েছেন বলিউডে পা রাখার জন্য। তালিকায় রয়েছেন অনেকেই। তাঁদের ভাই-বোনেরাও আবার রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। প্রথমেই বলা যাক শানায়া কাপুরের নাম। অভিনেতা সঞ্জয় কাপুরের একমাত্র মেয়ে শানায়া। জাহ্নবীর নেটফ্লিক্সের ছবি 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেছেন শানায়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই করণ জোহরের ব্যানারে বলিউডে পা রাখতে চলেছেন শানায়া।
advertisement
advertisement
advertisement
advertisement