বলিউডের বিগ স্ক্রিনে অভিষেকের অপেক্ষায় এই ৫ স্টারকিড, জানেন?
প্রথমেই বলা যাক শানায়া কাপুরের নাম। অভিনেতা সঞ্জয় কাপুরের একমাত্র মেয়ে শানায়া। জাহ্নবীর নেটফ্লিক্সের ছবি 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেছেন শানায়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই করণ জোহরের ব্যানারে বলিউডে পা রাখতে চলেছেন শানায়া।


বলিউডে স্টারকিডদের অভিনয় নিয়ে নানা বিতর্ক। তবে তারকাদের ছেলেমেয়েরা বেশিরভাগই বেছে নিয়েছেন অভিনয় জগতকেও। তেমনই আরও কয়েকজন স্টারকিড অপেক্ষা করে রয়েছেন বলিউডে পা রাখার জন্য। তালিকায় রয়েছেন অনেকেই। তাঁদের ভাই-বোনেরাও আবার রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে। প্রথমেই বলা যাক শানায়া কাপুরের নাম। অভিনেতা সঞ্জয় কাপুরের একমাত্র মেয়ে শানায়া। জাহ্নবীর নেটফ্লিক্সের ছবি গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল ছবিতে সহকারী পরিচালকের ভূমিকায় কাজ করেছেন শানায়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই করণ জোহরের ব্যানারে বলিউডে পা রাখতে চলেছেন শানায়া।


কয়েকদিন আগেই বলিউড সূত্রে জানা গিয়েছিল, নিউ ইয়র্কে নিজের অভিনয় শিক্ষার পড়াশোনা শেষ করেছেন খুশি কাপুর। খুশি শ্রীদেবীর ছোট মেয়ে। ইতিমধ্যেই খুশির দিদি জাহ্নবী কাপুর বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবার খুশির পালা।


আথিয়া শেট্টির ভাই অর্থাৎ সুনীল শেট্টির ছেলে আহান শেট্টিও বলিউডে পা রাখতে চলেছেন। কয়েকদিন আগেই সুনীলের বন্ধু অভিনেতা অক্ষয় কুমার আহানের ছবির প্রথম পোস্টার শেয়ার করেছিলেন। ছবির নাম 'তড়প'। এ বছরের ২৪ সেপ্টেম্বর আহানের প্রথম ছবি মুক্তি পাওয়ার কথা। বিপরীতে রয়েছেন তারা সুতারিয়া।


ইব্রামিহ আলি খান, অর্থাৎ সারা আলি খানের ভাই এবং সইফ আলি খানের প্রথম পক্ষের ছেলে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, ইব্রাহিমও বলিউডে পা রাখতে চান। যদিও কোন কাজে, কবে তাঁকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।