দেশের স্টার কিডদের মধ্যে অন্যতম তিনি। তবে কমল হাসান (Kamal Haasan) আর সারিকার (Sarika) এই বড় মেয়ে শ্রুতি হাসান (Shruti Haasan) সৌন্দর্য এবং অভিনয় প্রতিভায় একটা নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন ভক্তদের মনে। আজ তাঁর ৩৫তম জন্মদিন। সেই উপলক্ষ্যে ফিরে দেখা যাক নায়িকাকে নিয়ে এমন কিছু তথ্য যা রীতিমতো চমকে দেওয়ার ক্ষমতা রাখে!
৪. নৃত্যপারঙ্গমা
গানের পাশাপাশি নাচের ক্ষেত্রেও বেশ সাবলীল এই ভারতীয় ছবির নায়িকা। কুচিপুড়ির মতো শাস্ত্রীয় নৃত্যশিল্প তাঁর শেখা। দেশের অনেক নায়িকা, বিশেষ করে দক্ষিণের নায়িকারা নাচে দক্ষ হলেও শ্রুতির ব্যাপারটা একটু আলাদা। যদিও এই নাচ নায়িকা ছোটবেলা থেকে শেখেননি। ওহ মাই ফ্রেন্ড নামে এক ছবিতে অভিনয়ের প্রয়োজনে এই নাচ শেখাটা দরকার ছিল। কিন্তু শ্রুতি প্রয়োজনীয় অংশগুলো রিহার্সাল করে পিছিয়ে আসেননি, শিখেছিলেন পুরো নৃত্যকলাই!