Happy Birthday Paresh Rawal: পরেশ রাওয়ালের জন্মদিনে ফের একবার এই বিখ্যাত ডায়ালগগুলি ঝালিয়ে নিন...

Last Updated:
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। রবিবার, ৩০ মে ৬৬ বছরে পা দিলেন অভিনেতা (Happy Birthday Paresh Rawal)।
1/6
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। রবিবার, ৩০ মে ৬৬ বছরে পা দিলেন অভিনেতা। বলিউডে নানা স্বাদের ছবিতে অভিনয় করে চলেছেন পরেশ রাওয়াল। কখনও ভিলেন, কখনও আবার বাড়ির প্রবীণ সদস্য। কমেডি তো তাঁর অসম্ভব পছন্দের। পরেশ রাওয়ালের মুখের বিখ্যাত সব একলাইনের ডায়ালগ লোকের মুখে মুখে ফেরে। পরেশের 'বাবুরাও কা স্টাইল হ্যায়' সত্যিই অন্য কারও মুখে মানায় না।
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। রবিবার, ৩০ মে ৬৬ বছরে পা দিলেন অভিনেতা। বলিউডে নানা স্বাদের ছবিতে অভিনয় করে চলেছেন পরেশ রাওয়াল। কখনও ভিলেন, কখনও আবার বাড়ির প্রবীণ সদস্য। কমেডি তো তাঁর অসম্ভব পছন্দের। পরেশ রাওয়ালের মুখের বিখ্যাত সব একলাইনের ডায়ালগ লোকের মুখে মুখে ফেরে। পরেশের 'বাবুরাও কা স্টাইল হ্যায়' সত্যিই অন্য কারও মুখে মানায় না।
advertisement
2/6
দর্শকের মনে নানা ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন পরেশ রাওয়াল। তাঁর জন্মদিনে এক নজরে অভিনেতার বিখ্যাত কিছু ডায়ালগ মনে করে নেওয়া যাক।
দর্শকের মনে নানা ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন পরেশ রাওয়াল। তাঁর জন্মদিনে এক নজরে অভিনেতার বিখ্যাত কিছু ডায়ালগ মনে করে নেওয়া যাক।
advertisement
3/6
ফির হেরা ফেরি ছবিতে তাঁর বিখ্যাত ডায়ালগ ছিল, 'আরে বাবা রং নাম্বার হ্যায় তো উঠাতি কাইকো হ্যায় রে?' হেরা ফেরি ছবিতে তাঁর মুখে শোনা গিয়েছিল, 'পহেলে মেরেকো ইয়ে সমঝা কি... ইসকো সামঝানা কেয়া হ্যায়?'
ফির হেরা ফেরি ছবিতে তাঁর বিখ্যাত ডায়ালগ ছিল, 'আরে বাবা রং নাম্বার হ্যায় তো উঠাতি কাইকো হ্যায় রে?' হেরা ফেরি ছবিতে তাঁর মুখে শোনা গিয়েছিল, 'পহেলে মেরেকো ইয়ে সমঝা কি... ইসকো সামঝানা কেয়া হ্যায়?'
advertisement
4/6
আমির-সলমান-করিশমা-রবিনার বিখ্যাত ছবি 'আন্দাজ আপনা আপনা' ছবিতেও পরেশ রাওয়ালের মুখে শোনা গিয়েছে নানা মজার সব ডায়ালগ। এই ছবিতে পরেশের বিখ্যাত ডায়ালগ, 'ম্যায় তেজা হুঁ, কিউকি মেরা নাম ভি তেজা হ্যায়।'
আমির-সলমান-করিশমা-রবিনার বিখ্যাত ছবি 'আন্দাজ আপনা আপনা' ছবিতেও পরেশ রাওয়ালের মুখে শোনা গিয়েছে নানা মজার সব ডায়ালগ। এই ছবিতে পরেশের বিখ্যাত ডায়ালগ, 'ম্যায় তেজা হুঁ, কিউকি মেরা নাম ভি তেজা হ্যায়।'
advertisement
5/6
হাঙ্গামা ছবিতে পরেশের মুখে হিট হয়েছিল, 'রাম রাম! ইয়ে পত্নী হ্যায় কি পনৌতি হ্যায়'।  মেরে বাপ পহেলে আপ ছবিতে পরেশের সেরা ডায়ালগ, 'মুরগি চুরাই কসাই সে... অওর খবর ফয়লাই ডকার সে।'
হাঙ্গামা ছবিতে পরেশের মুখে হিট হয়েছিল, 'রাম রাম! ইয়ে পত্নী হ্যায় কি পনৌতি হ্যায়'। মেরে বাপ পহেলে আপ ছবিতে পরেশের সেরা ডায়ালগ, 'মুরগি চুরাই কসাই সে... অওর খবর ফয়লাই ডকার সে।'
advertisement
6/6
সলমানের রেডি ছবি থেকে পরেশ রাওয়ালের সবচেয়ে জনপ্রিয় ডায়ালগ, 'আপ লোগো কো উপরওয়ালে নে ভেজা তো ভেজা... লেকিন ভেজে মে ভেজা হি নেহি ভেজা।'
সলমানের রেডি ছবি থেকে পরেশ রাওয়ালের সবচেয়ে জনপ্রিয় ডায়ালগ, 'আপ লোগো কো উপরওয়ালে নে ভেজা তো ভেজা... লেকিন ভেজে মে ভেজা হি নেহি ভেজা।'
advertisement
advertisement
advertisement