Happy BDay Tabu| ৫০-এ পা, এখনও একই রকম জ্বলওয়া টাবুর! ফিরে দেখা অভিনেত্রীর সেরা ৫ চরিত্র!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
য়স যত বাড়ছে, ততই বেড়ে চলেছে তাঁর বলিউডের নানা ছবিতে নানা চরিত্রে তুখোড় অভিনয়!
বিশ্বাস করতে ইচ্ছেই করে না যে বলিউডের এই অনবদ্য সুন্দরী পৌঁছে গিয়েছেন ৫০-এর ঘরে! বয়স হয়ে এলে যে নায়িকাদের সরে আসতে হয় লাইট, সাউন্ড আর অ্যাকশনের জগৎ থেকে, সে কথা বলিউডের অনেক প্রতিভাবান নায়িকাদের ক্ষেত্রেই নির্মম ভাবে সত্যি হয়ে দেখা দিয়েছে! মাধুরী দীক্ষিত, জুহি চাওলা এঁদের কথাই ধরা যাক না কেন! আজকাল আর তেমন ভাবে রুপোলি পর্দায় দেখা দেন না তাঁরা৷
advertisement
কিন্তু টাবুর ব্যাপার এঁদের সবার চেয়ে আলাদা! অভিনয় জোরে তিনি এখনও সমানভাবে লাইমলাইটে। তাই বয়স যত বাড়ছে, ততই বেড়ে চলেছে তাঁর বলিউডের নানা ছবিতে নানা চরিত্রে তুখোড় অভিনয়! আজ জন্মদিনে টাবু অভিনীত তেমনই কিছু চরিত্রের দিকে ফিরে তাকানো যাক, যা নায়িকা নয়, বরং সুবিচার করেছে তাঁর অভিনেত্রী সত্ত্বার প্রতি!
advertisement
কিন্তু টাবুর ব্যাপার এঁদের সবার চেয়ে আলাদা! অভিনয় জোরে তিনি এখনও সমানভাবে লাইমলাইটে। তাই বয়স যত বাড়ছে, ততই বেড়ে চলেছে তাঁর বলিউডের নানা ছবিতে নানা চরিত্রে তুখোড় অভিনয়! আজ জন্মদিনে টাবু অভিনীত তেমনই কিছু চরিত্রের দিকে ফিরে তাকানো যাক, যা নায়িকা নয়, বরং সুবিচার করেছে তাঁর অভিনেত্রী সত্ত্বার প্রতি!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৫. বেগম হজরত জান মহল চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন উপন্যাসের মিস হ্যাভিশ্যাম চরিত্রে ধরা দিয়েছিলেন টাবু। ভারতীয় সংস্করণে ছবির নাম হয়েছিল ফিতুর। প্রথমে এই চরিত্রে রেখা কিছু দিন শ্যুটিং করেও সরে আসেন। তার পর পরিচালকের সমস্যা সামাল দেন টাবু, সঙ্গে চরিত্রটিকেও। দর্শকের এক্সপেকটেশন যে মিটিয়ে দিয়েছিলেন তিনি, তা আর না বললেও চলে!