পেট চালাতে নিরাপত্তারক্ষীর কাজ করছেন বলিউডের এই অভিনেতা

Last Updated:
1/5
সাভি সিধুকে চেনেন? চিনতে পারছেন না তো? 'গুলাল', 'পাতিয়ালা হাউস', 'বেয়াকুফিয়া' সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু আজ তাঁকে কেউ কাজ দেয় না। ভাগ্যের পরিহাসে তিনি এখন একটি অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী। photo source collected
সাভি সিধুকে চেনেন? চিনতে পারছেন না তো? 'গুলাল', 'পাতিয়ালা হাউস', 'বেয়াকুফিয়া' সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু আজ তাঁকে কেউ কাজ দেয় না। ভাগ্যের পরিহাসে তিনি এখন একটি অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী। photo source collected
advertisement
2/5
সাভি সিধুর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল চণ্ডীগড় থেকে। লখনউ-তে স্কুলের পড়াশোনা শেষ করে চণ্ডীগড়ে গ্র্যাজুয়েশন করতে করতে মডেলিংয়ের অফার আসে সাভি সিধুর কাছে। পরে ফের  আইন নিয়ে পড়াশোনা করতে আবারও লখনউতে ফিরে যান তিনি।  photo source collected
সাভি সিধুর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল চণ্ডীগড় থেকে। লখনউ-তে স্কুলের পড়াশোনা শেষ করে চণ্ডীগড়ে গ্র্যাজুয়েশন করতে করতে মডেলিংয়ের অফার আসে সাভি সিধুর কাছে। পরে ফের আইন নিয়ে পড়াশোনা করতে আবারও লখনউতে ফিরে যান তিনি। photo source collected
advertisement
3/5
মুম্বইতে এসে স্ট্রাগল করা শুরু করেন সাভি। প্রথমে পরিচালক অনুরাগ কাশ্যপের 'পাঁচ' ছবিতে অভিনয় করে সাভি সিধু। যদিও সেই ছবিটি মুক্তি পায়নি। পরে ফের পরিচালক তাঁকে। 'ব্ল্যাক ফ্রাইডে'-তে নেন। সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন সাভি। পরে 'গুলাল' ছবিতেও কাজ করেন তিনি।  photo source collected
মুম্বইতে এসে স্ট্রাগল করা শুরু করেন সাভি। প্রথমে পরিচালক অনুরাগ কাশ্যপের 'পাঁচ' ছবিতে অভিনয় করে সাভি সিধু। যদিও সেই ছবিটি মুক্তি পায়নি। পরে ফের পরিচালক তাঁকে। 'ব্ল্যাক ফ্রাইডে'-তে নেন। সেই ছবিতে কমিশনার শর্মার চরিত্রে অভিনয় করেন সাভি। পরে 'গুলাল' ছবিতেও কাজ করেন তিনি। photo source collected
advertisement
4/5
তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। অসুস্থতার জন্য কাজ ছাড়তে হয় তাঁকে। তারপর বাবা মা ও মারা যান এই অভিনেতার। স্ত্রীও মারা যান। photo source collected
তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। অসুস্থতার জন্য কাজ ছাড়তে হয় তাঁকে। তারপর বাবা মা ও মারা যান এই অভিনেতার। স্ত্রীও মারা যান। photo source collected
advertisement
5/5
এখন তাঁর কাছে নেই একটা টাকাও। পরিচালকের সঙ্গে গিয়ে দেখা করার পয়সাও নেই। তাই পেট চালাতে দিনে ১২ ঘণ্টা নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি।  photo source collected
এখন তাঁর কাছে নেই একটা টাকাও। পরিচালকের সঙ্গে গিয়ে দেখা করার পয়সাও নেই। তাই পেট চালাতে দিনে ১২ ঘণ্টা নিরাপত্তারক্ষীর কাজ করেন তিনি। photo source collected
advertisement
advertisement
advertisement