টিনসেল টাউনে তারকাদের আনাগোনা লেগেই থাকে। আসলে অনেকেই নিজের ছাপ ফেলতে সক্ষম হয়েছেন। কিন্তু আবার অনেকেই রুপোলি পর্দার দুনিয়া থাকে চিরতরে হারিয়ে যান। তবে কিছু তারকা রয়েছেন, যাঁরা কেরিয়ারের ছোট্ট পরিসরে ভক্তদের মনে দারুন ছাপ ফেলেছেন। এমনই এক অভিনেত্রী হলেন সান্দালি সিনহা। যিনি ‘তুম বিন’ ছবির মুখ্য চরিত্র পিয়া-কে পর্দায় সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছিলেন।
আসলে ‘তুম বিন’ ছবির হাত ধরেই রুপোলি দুনিয়ায় প্রবেশ করেছিলেন সান্দালি। ওই ছবিতে সান্দালির পাশাপাশি ছিলেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, হিমাংশু মালিক এবং রাকেশ বাপতের মতো অভিনেতারাও। ফলে ওই ছবি মুক্তির পরে রাতারাতি খ্যাতির শিরোনামে উঠে আসেন সান্দালি। আসলে অভিনেত্রীর সরল-সুন্দর মুখ আর নিষ্পাপ হাসি ভক্তদের হৃদয় জয় করে নেয়। আর ছবিটিও বক্স অফিসে দারুণ সাফল্যের অধিকারী হয়।
অনেকেই ভেবেছিলেন যে, সান্দালি হয়তো বলিউডে দারুণ ছাপ ফেলতে পারবেন। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে আ চমকাই বি-টাউন থেকে গায়েব হয়ে যান সান্দালি।অবশ্য ‘তুম বিন’ ছবির পরে আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তাঁর ঝুলিতে রয়েছে ‘হায়া’, ‘পিঞ্জর’, ‘ওম’, ‘অব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়ো’, ‘ম্যায় রনি অওর জনি’-র মতো ছবিও। তবে কোনও ছবিই তেমন সাফল্য পায়নি। এর পরে আচমকাই বি-টাউন থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি।
২০০৫ সালে বিয়ে করেন ব্যবসায়ী কিরণ সালাসকরকে। এই দম্পতির দু’টি সন্তান রয়েছে। তবে কয়েক বছর পরে অবশ্য অভিনয় জগতে কামব্যাক করার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি সান্দালি। অবশেষে নিজের স্বামীর ব্যবসাতেই যোগ দেন তিনি। প্রচারের আলো থেকে সম্পূর্ণ দূরে থেকে দেশের অন্যতম বড় বেকারি ‘কান্ট্রি অফ অরিজিন’ পরিচালনার দায়িত্বভার পালন করছেন প্রাক্তন অভিনেত্রী।