Bollywood Hit Actress in Canada: পর পর সুপারহিট ছবি! কেরিয়ারের মধ্য গগনে হারিয়ে গেলেন কানাডা? সলমন-গোবিন্দার লাস্যময়ী নায়িকা, পরতে পরতে রহস্যে পরিপূর্ণ রম্ভার জীবন

Last Updated:
২০১১ সালে মালায়ালাম ছবি 'ফিল্মস্টার'-এ তাঁকে শেষ দেখা গিয়েছিল এবং তারপর থেকে তিনি কোনও ছবিতে কাজ করেননি। রম্ভা তাঁর কর্মজীবনের শিখরে থাকাকালীন ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান৷
1/10
সলমনের খান, গোবিন্দা এমনকী রজনীকান্তের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন৷ দিয়েছেন প্রচুর হিট সিনেমা৷ তবে এখন তিনি একেবারে গৃহিনী৷ মন দিয়ে স্বামী-সন্তান নিয়ে ঘর সংসার করছেন৷ একেবারে কেরিয়ারের শীর্ষে থাকার সময় অভিনয় ছেড়ে দেন৷ এখন কেমন আছেন রম্ভা?
সলমনের খান, গোবিন্দা এমনকী রজনীকান্তের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন৷ দিয়েছেন প্রচুর হিট সিনেমা৷ তবে এখন তিনি একেবারে গৃহিনী৷ মন দিয়ে স্বামী-সন্তান নিয়ে ঘর সংসার করছেন৷ একেবারে কেরিয়ারের শীর্ষে থাকার সময় অভিনয় ছেড়ে দেন৷ এখন কেমন আছেন রম্ভা?
advertisement
2/10
সলমান খানের সঙ্গে 'জুডওয়া' এবং 'বন্ধন' ছবিতে কাজ করার পর বলিউডে সুপারস্টার তকমা পান রম্ভা৷ কিন্তু এখন তিনি দীর্ঘদিন ধরে লাইমলাইটের বাইরে রয়েছেন। গ্ল্যামারের জগত থেকে অনেক দূরে।
সলমান খানের সঙ্গে 'জুডওয়া' এবং 'বন্ধন' ছবিতে কাজ করার পর বলিউডে সুপারস্টার তকমা পান রম্ভা৷ কিন্তু এখন তিনি দীর্ঘদিন ধরে লাইমলাইটের বাইরে রয়েছেন। গ্ল্যামারের জগত থেকে অনেক দূরে।
advertisement
3/10
২০১১ সালে মালায়ালাম ছবি 'ফিল্মস্টার'-এ তাঁকে শেষ দেখা গিয়েছিল এবং তারপর থেকে তিনি কোনও ছবিতে কাজ করেননি। রম্ভা তাঁর কর্মজীবনের শিখরে থাকাকালীন ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান৷
২০১১ সালে মালায়ালাম ছবি 'ফিল্মস্টার'-এ তাঁকে শেষ দেখা গিয়েছিল এবং তারপর থেকে তিনি কোনও ছবিতে কাজ করেননি। রম্ভা তাঁর কর্মজীবনের শিখরে থাকাকালীন ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান৷
advertisement
4/10
২০১০-এর এপ্রিলে ইন্দ্রকুমার পথমনাথন নামে একজন কানাডার ব্যবসায়ীকে বিয়ে করেন। তাঁর বিয়ের পর, রম্ভা চলচ্চিত্র শিল্প থেকে দূরে সরে যান এবং টরন্টোতে চলে আসেন। তিনি এখন ৩ সন্তানের মা- দুই মেয়ে ও এক ছেলে।
২০১০-এর এপ্রিলে ইন্দ্রকুমার পথমনাথন নামে একজন কানাডার ব্যবসায়ীকে বিয়ে করেন। তাঁর বিয়ের পর, রম্ভা চলচ্চিত্র শিল্প থেকে দূরে সরে যান এবং টরন্টোতে চলে আসেন। তিনি এখন ৩ সন্তানের মা- দুই মেয়ে ও এক ছেলে।
advertisement
5/10
সেখানে নিজের বাড়ি সুন্দর করে সাজিয়েছেন তিনি৷ দুই মেয়ে এবং ১ ছেলেকে বড় করছেন৷
সেখানে নিজের বাড়ি সুন্দর করে সাজিয়েছেন তিনি৷ দুই মেয়ে এবং ১ ছেলেকে বড় করছেন৷
advertisement
6/10
বিলাশবহুল বাড়ি তাঁর৷ খুবই সুন্দর সাজানো৷
বিলাশবহুল বাড়ি তাঁর৷ খুবই সুন্দর সাজানো৷
advertisement
7/10
রম্ভা চলচ্চিত্রের জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়৷ প্রতিনিয়ত ভক্তদের আপডেট দিতে থাকেন নিজের জীবনের। রম্ভা তাঁর অভিনয় জীবনে 'জুডওয়া', 'ঘরওয়ালি বাহারওয়ালি', 'বন্ধন', 'ক্রোধ', 'বেটি নং ১', 'কিউঙ্কি... ম্যায় ঝুট না বোলতা' সহ অনেক ছবিতে কাজ করেছেন। তিনি তেলুগু, তামিল, মালায়লাম, কন্নড়, বাংলা, ভোজপুরি ছবিতেও অভিনয় করেছেন।
রম্ভা চলচ্চিত্রের জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়৷ প্রতিনিয়ত ভক্তদের আপডেট দিতে থাকেন নিজের জীবনের। রম্ভা তাঁর অভিনয় জীবনে 'জুডওয়া', 'ঘরওয়ালি বাহারওয়ালি', 'বন্ধন', 'ক্রোধ', 'বেটি নং ১', 'কিউঙ্কি... ম্যায় ঝুট না বোলতা' সহ অনেক ছবিতে কাজ করেছেন। তিনি তেলুগু, তামিল, মালায়লাম, কন্নড়, বাংলা, ভোজপুরি ছবিতেও অভিনয় করেছেন।
advertisement
8/10
তিনি মামুটি, রজনীকান্ত, কমল হাসান, বিজয়কান্ত, চিরঞ্জীবী, নন্দামুরি বালাকৃষ্ণ, ভেঙ্কটেশ, মোহনলাল, কলাভবন মণি, ভি এর মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।
তিনি মামুটি, রজনীকান্ত, কমল হাসান, বিজয়কান্ত, চিরঞ্জীবী, নন্দামুরি বালাকৃষ্ণ, ভেঙ্কটেশ, মোহনলাল, কলাভবন মণি, ভি এর মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।
advertisement
9/10
রম্ভার আসল নাম বিজয়লক্ষ্মী।রম্ভার জন্ম ৫ জুন বিজয়ওয়াড়ায়।
রম্ভার আসল নাম বিজয়লক্ষ্মী।রম্ভার জন্ম ৫ জুন বিজয়ওয়াড়ায়।
advertisement
10/10
রম্ভা যখন ৭ম শ্রেণীতে পড়ত, তখন তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্কুলের এই অনুষ্ঠানের সময় পরিচালক হরিহরনও উপস্থিত ছিলেন এবং মালয়ালম চলচ্চিত্র 'সারগাম'-এ অভিনয়ের সুযোগ দেওয়ার আগে তিনি বহু বছর ধরে রম্ভার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
রম্ভা যখন ৭ম শ্রেণীতে পড়ত, তখন তার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্কুলের এই অনুষ্ঠানের সময় পরিচালক হরিহরনও উপস্থিত ছিলেন এবং মালয়ালম চলচ্চিত্র 'সারগাম'-এ অভিনয়ের সুযোগ দেওয়ার আগে তিনি বহু বছর ধরে রম্ভার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
advertisement
advertisement
advertisement