Bollywood Gossip: নীল নীতিন মুকেশের সঙ্গে ক্যাটরিনার বিরাট ঝগড়া! ‘নিউ ইয়র্ক’ ছবির পর 'পুরোপুরি' কথা বন্ধ, কারণ শুনলে মাথা ঘুরে যাবে!

Last Updated:
Bollywood Gossip Neil Nitin Mukesh Katrina Kaif: ‘অন পাবলিক ডিমান্ড’-এর সঙ্গে এক সাম্প্রতিক আলাপচারিতায় ওই ছবির প্রথম দিকে ক্যাটরিনার সঙ্গে শত্রুতার কথা তুলে ধরেছেন নীল। জানলে অবাক হবেন।
1/9
অভিনেতা নীল নীতিন মুকেশের কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য ছবি হল ‘নিউ ইয়র্ক’। জন এব্রাহাম এবং ক্যাটরিনা কাইফের পর্দার রসায়ন ভক্তদের মনে অচিরেই জায়গা করে নিয়েছিল।
অভিনেতা নীল নীতিন মুকেশের কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য ছবি হল ‘নিউ ইয়র্ক’। জন এব্রাহাম এবং ক্যাটরিনা কাইফের পর্দার রসায়ন ভক্তদের মনে অচিরেই জায়গা করে নিয়েছিল।
advertisement
2/9
 যদিও পর্দার পিছনে অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কের রসায়নটা কিন্তু অতটাও মসৃণ ছিল না।
যদিও পর্দার পিছনে অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কের রসায়নটা কিন্তু অতটাও মসৃণ ছিল না।
advertisement
3/9
‘অন পাবলিক ডিমান্ড’-এর সঙ্গে এক সাম্প্রতিক আলাপচারিতায় ওই ছবির প্রথম দিকে ক্যাটরিনার সঙ্গে শত্রুতার কথা তুলে ধরেছেন নীল।
‘অন পাবলিক ডিমান্ড’-এর সঙ্গে এক সাম্প্রতিক আলাপচারিতায় ওই ছবির প্রথম দিকে ক্যাটরিনার সঙ্গে শত্রুতার কথা তুলে ধরেছেন নীল।
advertisement
4/9
স্মৃতিচারণ করে নীল বলেন যে, “পেহলে দিন হামারি মুলাকাত হুয়ি তো হাম বিলকুল দোস্ত নেহি, দুশমন বন গ্যয়ে। পেহলা সিন হামারা সাথ মে হো রাহা থা অওর লড়াই পে লড়াই। হর বাত কাট জা রহি থি। কুছ না কুছ প্রবলেম থা তো ম্যায় ভি পুছে জা রাহা হু কি প্রবলেম হ্যায় ক্যয়া (প্রথম যেদিন আমাদের আলাপ হয়েছিল, সেদিন আমাদের একেবারেই বন্ধুত্ব হয়নি। বরং শত্রু হয়ে গিয়েছিলাম। প্রথম দৃশ্য একসঙ্গেই ছিল, অথচ আমাদের মধ্যে শুধু ঝামেলা হচ্ছিল। আমার প্রত্যেকটা কথা ও মানতে চাইছিল না। কিছু না কিছু সমস্যা হচ্ছিল। তাই আমি জিজ্ঞাসা করে যাচ্ছিলাম যে, সমস্যাটা কী)?”
স্মৃতিচারণ করে নীল বলেন যে, “পেহলে দিন হামারি মুলাকাত হুয়ি তো হাম বিলকুল দোস্ত নেহি, দুশমন বন গ্যয়ে। পেহলা সিন হামারা সাথ মে হো রাহা থা অওর লড়াই পে লড়াই। হর বাত কাট জা রহি থি। কুছ না কুছ প্রবলেম থা তো ম্যায় ভি পুছে জা রাহা হু কি প্রবলেম হ্যায় ক্যয়া (প্রথম যেদিন আমাদের আলাপ হয়েছিল, সেদিন আমাদের একেবারেই বন্ধুত্ব হয়নি। বরং শত্রু হয়ে গিয়েছিলাম। প্রথম দৃশ্য একসঙ্গেই ছিল, অথচ আমাদের মধ্যে শুধু ঝামেলা হচ্ছিল। আমার প্রত্যেকটা কথা ও মানতে চাইছিল না। কিছু না কিছু সমস্যা হচ্ছিল। তাই আমি জিজ্ঞাসা করে যাচ্ছিলাম যে, সমস্যাটা কী)?”
advertisement
5/9
অভিনেতা আরও বলেন, “আমি শুনেছিলাম যে, আমার গায়ের রঙ নিয়ে সমস্যা ছিল ক্যাটরিনার। তারপর আমি যেভাবে আমার চরিত্রটিকে ফুটিয়ে তুলছিলাম, সেটা নিয়েও ওর সমস্যা ছিল। আর ও এই ঝামেলাটা জিইয়ে রাখছিল। ফলে আমি রেগে গিয়েছিলাম। কারণ আমিও তো ভাল ছবিতে কাজ করেছি।”
অভিনেতা আরও বলেন, “আমি শুনেছিলাম যে, আমার গায়ের রঙ নিয়ে সমস্যা ছিল ক্যাটরিনার। তারপর আমি যেভাবে আমার চরিত্রটিকে ফুটিয়ে তুলছিলাম, সেটা নিয়েও ওর সমস্যা ছিল। আর ও এই ঝামেলাটা জিইয়ে রাখছিল। ফলে আমি রেগে গিয়েছিলাম। কারণ আমিও তো ভাল ছবিতে কাজ করেছি।”
advertisement
6/9
নীলের কথায়, “আমি অভিনয় নিয়ে পড়াশোনা করেছি। আর আমিও আমার ভাষাটা জানি। আমি তো আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছিলাম। ও তো আরও বড় তারকা। তাই আমার মনে হচ্ছিল যে, আমি এমন কী করছি, যেটা কিছুতেই ঠিক হচ্ছে না।”
নীলের কথায়, “আমি অভিনয় নিয়ে পড়াশোনা করেছি। আর আমিও আমার ভাষাটা জানি। আমি তো আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছিলাম। ও তো আরও বড় তারকা। তাই আমার মনে হচ্ছিল যে, আমি এমন কী করছি, যেটা কিছুতেই ঠিক হচ্ছে না।”
advertisement
7/9
এরপর নীল বলেন যে, একদিন তিনি শট দেওয়ার পর ক্যাটরিনা সটান এসে তাঁকে বকুনি দেন। এরপরেই অভিনেত্রীর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এরপর নীল বলেন যে, একদিন তিনি শট দেওয়ার পর ক্যাটরিনা সটান এসে তাঁকে বকুনি দেন। এরপরেই অভিনেত্রীর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
advertisement
8/9
আসলে এই ভুল বোঝাবুঝিটা মেটাতেই চেয়েছিলেন নীল। তবে ক্যাটরিনা বিষয়টি বুঝিয়ে বলেন যে, তিনি নীলের উপর রাগ করে নেই। বরং তিনি ভীত ছিলেন।
আসলে এই ভুল বোঝাবুঝিটা মেটাতেই চেয়েছিলেন নীল। তবে ক্যাটরিনা বিষয়টি বুঝিয়ে বলেন যে, তিনি নীলের উপর রাগ করে নেই। বরং তিনি ভীত ছিলেন।
advertisement
9/9
আসলে তিনি শুধুমাত্র কমেডি ছবিতেই কাজ করে গিয়েছেন। এরপর এই দুই তারকার মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায়। আর তাঁরা একে অপরকে শ্রদ্ধার চোখেই দেখতেন।
আসলে তিনি শুধুমাত্র কমেডি ছবিতেই কাজ করে গিয়েছেন। এরপর এই দুই তারকার মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায়। আর তাঁরা একে অপরকে শ্রদ্ধার চোখেই দেখতেন।
advertisement
advertisement
advertisement