Kajal-Ajay Devgn: কী কাণ্ড! পুজো প্যান্ডেলে অজয়কে চিমটি কেটে কীসের ইঙ্গিত করলেন কাজল? ভাইরাল ভিডিও দেখে তাজ্জব সবাই

Last Updated:
Kajal-Ajay Devgn Durga puja 2024: দুর্গা পুজোর অষ্টমীতে ছেলে যুগ এবং স্ত্রী কাজলের সঙ্গে প্যান্ডেলে ধরা দিলেন অজয় দেবগন।  স্বামী-স্ত্রীর মধ্যে প্রেমঘন মুহূর্ত এই বয়সেও ধরা দিল। ভিডিওর কমেন্ট বক্সে কেউ লিখলেন, "স্ত্রীকে যেভাবে খুশি করতে হয়!" আবার কেউ লিখলেন, " এ তো সব ঘরেরই গল্প"। তাঁর কথায়, “কাহানি ঘর ঘর কি লেকিন অজয় ​​দেবগন ইক তরফা”।
1/8
বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে এক জুটি কাজল এবং অজয় দেবগন। তাঁদের রসায়ন প্রায়শই ভক্তদের মন জয় করে। দুর্গা পুজোর অষ্টমীতে ছেলে যুগ এবং স্ত্রী কাজলের সঙ্গে প্যান্ডেলে ধরা দিলেন অজয় দেবগন। 
বলিউডের সবচেয়ে প্রিয় দম্পতিদের মধ্যে এক জুটি কাজল এবং অজয় দেবগন। তাঁদের রসায়ন প্রায়শই ভক্তদের মন জয় করে। দুর্গা পুজোর অষ্টমীতে ছেলে যুগ এবং স্ত্রী কাজলের সঙ্গে প্যান্ডেলে ধরা দিলেন অজয় দেবগন। 
advertisement
2/8
প্যান্ডেলে ছবি তোলার সময় কাজল আর অজয়ের এক মজাদার মুহূর্ত ভাইরাল হল। সেখানে দেখা যায়, ক্যামেরায় পোজ দেওয়ার সময় স্বামীকে কাঁধে হাত রাখতে বলছেন কাজল। চিমটি কেটে ইশারায় অজয়কে বোঝালেন কাজল। যা নজর এড়াল না কারও।
প্যান্ডেলে ছবি তোলার সময় কাজল আর অজয়ের এক মজাদার মুহূর্ত ভাইরাল হল। সেখানে দেখা যায়, ক্যামেরায় পোজ দেওয়ার সময় স্বামীকে কাঁধে হাত রাখতে বলছেন কাজল। চিমটি কেটে ইশারায় অজয়কে বোঝালেন কাজল। যা নজর এড়াল না কারও।
advertisement
3/8
অজয় সঙ্গে সঙ্গে বুঝতে পারেন পত্নীর মনের ইচ্ছের কথা। তিনি কাঁধে হাত রাখেন শেষমেশ। এই ভিডিও ভাইরাল হতেই মন্তব্যের বন্যা। ভক্তরা কিন্তু খুবই খুশি।
অজয় সঙ্গে সঙ্গে বুঝতে পারেন পত্নীর মনের ইচ্ছের কথা। তিনি কাঁধে হাত রাখেন শেষমেশ। এই ভিডিও ভাইরাল হতেই মন্তব্যের বন্যা। ভক্তরা কিন্তু খুবই খুশি।
advertisement
4/8
স্বামী-স্ত্রীর মধ্যে প্রেমঘন মুহূর্ত এই বয়সেও ধরা দিল। ভিডিওর কমেন্ট বক্সে কেউ লিখলেন, "স্ত্রীকে যেভাবে খুশি করতে হয়!" আবার কেউ লিখলেন, " এ তো সব ঘরেরই গল্প"। তাঁর কথায়, “কাহানি ঘর ঘর কি লেকিন অজয় ​​দেবগন ইক তরফা”।
স্বামী-স্ত্রীর মধ্যে প্রেমঘন মুহূর্ত এই বয়সেও ধরা দিল। ভিডিওর কমেন্ট বক্সে কেউ লিখলেন, "স্ত্রীকে যেভাবে খুশি করতে হয়!" আবার কেউ লিখলেন, " এ তো সব ঘরেরই গল্প"। তাঁর কথায়, “কাহানি ঘর ঘর কি লেকিন অজয় ​​দেবগন ইক তরফা”।
advertisement
5/8
উত্তর মুম্বই সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেল পরিচালনা করেন কাজল এবং রানি মুখোপাধ্যায়। সেখানেই অজয় দেবগনের সঙ্গে যোগ দিয়েছে যুগ। অজয়কে গাঢ় নীল রঙের কুর্তা পরতে দেখা গেছে। নীল শাড়িতে অপূর্ব লাগছিল অভিনেত্রী কাজলকেও।
উত্তর মুম্বই সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেল পরিচালনা করেন কাজল এবং রানি মুখোপাধ্যায়। সেখানেই অজয় দেবগনের সঙ্গে যোগ দিয়েছে যুগ। অজয়কে গাঢ় নীল রঙের কুর্তা পরতে দেখা গেছে। নীল শাড়িতে অপূর্ব লাগছিল অভিনেত্রী কাজলকেও।
advertisement
6/8
অভিনেতা অজয় তাঁর আসন্ন ছবি 'সিংহম এগেন'-এর সাফল্যের জন্য প্রার্থনা করেছিলেন। দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই সপ্তাহের শুরুতে ট্রেলার প্রকাশ করেছে।
অভিনেতা অজয় তাঁর আসন্ন ছবি 'সিংহম এগেন'-এর সাফল্যের জন্য প্রার্থনা করেছিলেন। দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। এই সপ্তাহের শুরুতে ট্রেলার প্রকাশ করেছে।
advertisement
7/8
কথা হচ্ছে অজয় দেবগণের। বাবা ছিলেন বিখ্যাত ফাইট কোরিওগ্রাফার বীরু দেবগণ। 'ফুল অওর কাঁটে' দিয়ে কেরিয়ার শুরু করেন অজয়। প্রথম ছবিই মারকাটারি হিট। আজ-ও মানুষে গুনগুন করে সেই ছবির গান। এই ছবিটির জন্য অজয় দেবগণ পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা।
কথা হচ্ছে অজয় দেবগণের। বাবা ছিলেন বিখ্যাত ফাইট কোরিওগ্রাফার বীরু দেবগণ। 'ফুল অওর কাঁটে' দিয়ে কেরিয়ার শুরু করেন অজয়। প্রথম ছবিই মারকাটারি হিট। আজ-ও মানুষে গুনগুন করে সেই ছবির গান। এই ছবিটির জন্য অজয় দেবগণ পেয়েছিলেন মাত্র ৫ হাজার টাকা।
advertisement
8/8
রোহিত শেঠি সিংহম ফ্র্যাঞ্চাইজিকে 'সিংহম এগেন' দিয়ে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার অজয় দেবগন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, রণবীর সিং এবং কারিনা কাপুরের বাড়িতে ট্রেলারটি লঞ্চ করা হয়েছিল। ট্রেলারটিতে দেখা গিয়েছে যে 'সিংহম এগেন' রামায়ণ দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত। অজয় দেবগন এখানে রামের ভূমিকায় অভিনয় করেছেন।
রোহিত শেঠি সিংহম ফ্র্যাঞ্চাইজিকে 'সিংহম এগেন' দিয়ে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার অজয় দেবগন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, রণবীর সিং এবং কারিনা কাপুরের বাড়িতে ট্রেলারটি লঞ্চ করা হয়েছিল। ট্রেলারটিতে দেখা গিয়েছে যে 'সিংহম এগেন' রামায়ণ দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত। অজয় দেবগন এখানে রামের ভূমিকায় অভিনয় করেছেন।
advertisement
advertisement
advertisement