Singer: জন্মই দিতে চাননি মা, শিঙাড়া বেচতেন বাবা! এক ফালি ঘর থেকে আজ বলিউড কাঁপাচ্ছেন, কে এই গায়িকা বলুন তো?

Last Updated:
Guess the Singer: আজকের ভারতের অন্যতম সুপারহিট-জনপ্রিয় গায়িকা একসময় থাকতেন ছোট্ট একফালি ভাড়া বাড়িতে। সেই একটা ঘরেই কোন-ও মতে মাথা গুঁজত গোটা পরিবার। সেই কোন ছোট্ট বয়স থেকে দিন-রাত কাজ করতেন দুটো টাকার জন্য, আজ তিনি কোটি কোটি টাকার মালিক।
1/9
*সব তারকাকেই স্ট্রাগল করতে হয়! কার-ও লড়াই একটু বেশি, কার-ও একটু কম। যেমন বলিউডের এই খ্যাতনামা গায়িকার জীবন-ই ধরা যাক না কেন! মাত্র ৪ বছর বয়সেই রোজগারের তাগিদে গান গাওয়া শুরু। বাবা শিঙাড়া বেচতেন, এক-কামড়ার ভাড়া বাড়ি, 'অবাঞ্ছিত' মেয়েকে গর্ভপাত করে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা-মা, অথচ আজ সেই মেয়ে-ই আজ সুপারহিট গায়িকা, কোটি-কোটি টাকা রোজগার, কার কথা হচ্ছে বলুন তো? সংগৃহীত ছবি।
*সব তারকাকেই স্ট্রাগল করতে হয়! কার-ও লড়াই একটু বেশি, কার-ও একটু কম। যেমন বলিউডের এই খ্যাতনামা গায়িকার জীবন-ই ধরা যাক না কেন! মাত্র ৪ বছর বয়সেই রোজগারের তাগিদে গান গাওয়া শুরু। বাবা শিঙাড়া বেচতেন, এক-কামড়ার ভাড়া বাড়ি, 'অবাঞ্ছিত' মেয়েকে গর্ভপাত করে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা-মা, অথচ আজ সেই মেয়ে-ই আজ সুপারহিট গায়িকা, কোটি-কোটি টাকা রোজগার, কার কথা হচ্ছে বলুন তো? সংগৃহীত ছবি।
advertisement
2/9
*আজকের ভারতের অন্যতম সুপারহিট-জনপ্রিয় গায়িকা একসময় থাকতেন ছোট্ট একফালি ভাড়া বাড়িতে। সেই একটা ঘরেই কোন-ও মতে মাথা গুঁজত গোটা পরিবার। সেই কোন ছোট্ট বয়স থেকে দিন-রাত কাজ করতেন দুটো টাকার জন্য। সংগৃহীত ছবি।
*আজকের ভারতের অন্যতম সুপারহিট-জনপ্রিয় গায়িকা একসময় থাকতেন ছোট্ট একফালি ভাড়া বাড়িতে। সেই একটা ঘরেই কোন-ও মতে মাথা গুঁজত গোটা পরিবার। সেই কোন ছোট্ট বয়স থেকে দিন-রাত কাজ করতেন দুটো টাকার জন্য। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*আজ তাঁর বাংলো দেখলে চোখ কপালে উঠবে। টাকা-যশ-ফ্যান-ফলোয়ার কিছুর অভাব নেই। কার কথা হচ্ছে বলুন তো? কথা হচ্ছে নেহা কক্করের। সংগৃহীত ছবি।
*আজ তাঁর বাংলো দেখলে চোখ কপালে উঠবে। টাকা-যশ-ফ্যান-ফলোয়ার কিছুর অভাব নেই। কার কথা হচ্ছে বলুন তো? কথা হচ্ছে নেহা কক্করের। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*ঋষিকেশে জন্ম নেহার। ৯০-এর শুরুর দিকে নেহার পরিবার দিল্লিতে চলে আসেন। মাত্র ৪ বছর বয়সে নেহা স্থানীয় ফাংশন, ধর্মীয় জমায়েত, শোয়ে গান গাইতেন। পেতেন ৫০ টাকা। সেই দিয়ে সংসার চালাত তার পরিবার। সংগৃহীত ছবি।
*ঋষিকেশে জন্ম নেহার। ৯০-এর শুরুর দিকে নেহার পরিবার দিল্লিতে চলে আসেন। মাত্র ৪ বছর বয়সে নেহা স্থানীয় ফাংশন, ধর্মীয় জমায়েত, শোয়ে গান গাইতেন। পেতেন ৫০ টাকা। সেই দিয়ে সংসার চালাত তার পরিবার। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*নেহা কোনওদিন প্রথাগতভাবে গান শেখেননি, তাও ইন্ডিয়ান আইডল-এর অডিশন-এ যান, কিন্তু হেরে যান। তবুও থামে না নেহার পথচলা। সংগৃহীত ছবি।
*নেহা কোনওদিন প্রথাগতভাবে গান শেখেননি, তাও ইন্ডিয়ান আইডল-এর অডিশন-এ যান, কিন্তু হেরে যান। তবুও থামে না নেহার পথচলা। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*যে ইন্ডিয়ান আইডল (Indian Idol) অনুষ্ঠানে নেহা এখন বিচারকের আসনে বসেন, সেখানে তিনি নিজেই একদিন প্রতিযোগী হিসাবে এসেছিলেন। তবে শোয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি। বাদ পড়ে যান কিছু দিন পরেই। সংগৃহীত ছবি।
*যে ইন্ডিয়ান আইডল (Indian Idol) অনুষ্ঠানে নেহা এখন বিচারকের আসনে বসেন, সেখানে তিনি নিজেই একদিন প্রতিযোগী হিসাবে এসেছিলেন। তবে শোয়ে বেশি দূর এগোতে পারেননি তিনি। বাদ পড়ে যান কিছু দিন পরেই। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*নেহার প্রথম ইউটার্ন-- প্রীতমের সঙ্গে গাওয়া 'ককটেল' ছবির গান 'সেকেন্ড হ্যান্ড জওয়ানি'। গানটি চার্টবাস্টার হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি নেহাকে। সংগৃহীত ছবি।
*নেহার প্রথম ইউটার্ন-- প্রীতমের সঙ্গে গাওয়া 'ককটেল' ছবির গান 'সেকেন্ড হ্যান্ড জওয়ানি'। গানটি চার্টবাস্টার হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি নেহাকে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*নেহার গাওয়া ক্যুইন ছবির 'লন্ডন ঠুমকাডা', ইয়ারিয়াঁ-র 'সানি সানি', সত্যমেব জয়তে-র ' দিলবর', সিমবা-র ' আঁখ মারে' সুপরাহিট হয়। সংগৃহীত ছবি।
*নেহার গাওয়া ক্যুইন ছবির 'লন্ডন ঠুমকাডা', ইয়ারিয়াঁ-র 'সানি সানি', সত্যমেব জয়তে-র ' দিলবর', সিমবা-র ' আঁখ মারে' সুপরাহিট হয়। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*যে ইন্ডিয়ান আইডল থেকে একদা বাদ পড়েছিলেন, পরে সেই ইন্ডিয়ান আইডল-এর বিচারকের আসনেই বসেন নেহা কক্কর। তাঁর ভাই টনি কক্কর-ও জনপ্রিয় গায়ক। সংগৃহীত ছবি।
*যে ইন্ডিয়ান আইডল থেকে একদা বাদ পড়েছিলেন, পরে সেই ইন্ডিয়ান আইডল-এর বিচারকের আসনেই বসেন নেহা কক্কর। তাঁর ভাই টনি কক্কর-ও জনপ্রিয় গায়ক। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement