Amrita Rao: নভেম্বরে মা হয়েছেন, ছেলে 'Veer'-র প্রথম ছবি শেয়ার করলেন বলি নায়িকা অমৃতা রাও, মুহূর্তে ভাইরাল...

Last Updated:
২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। তবে মা হতে চলার খবরটা প্রথমেই প্রকাশ করেননি অভিনেত্রী। অক্টোবরে নবরাত্রির আগে সামনে আনেন সুখবর।
1/6
*২০২০-র নভেম্বরে মা হয়েছেন ‘বিবাহ’ অভিনেত্রী অমৃতা রাও। আর জে আনমোল এবং অমৃতা রাও তাঁদের প্রথম সন্তানের নাম জানিয়েছিলেন জন্মের পরেই। ছবি: ইনস্টাগ্রাম। 
*২০২০-র নভেম্বরে মা হয়েছেন ‘বিবাহ’ অভিনেত্রী অমৃতা রাও। আর জে আনমোল এবং অমৃতা রাও তাঁদের প্রথম সন্তানের নাম জানিয়েছিলেন জন্মের পরেই। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/6
*ঠিক চারমাস বয়স হতেই তাকে প্রকাশ্যে আনলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে বাবা আরজে আনমোল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনজনের একটি ছবি শেয়ার করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবি: ইনস্টাগ্রাম। 
*ঠিক চারমাস বয়স হতেই তাকে প্রকাশ্যে আনলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে বাবা আরজে আনমোল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনজনের একটি ছবি শেয়ার করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/6
*ছবিতে দেখা যাচ্ছে দুধ সাদা বিছানায় সাদা পশাকে তিনজনেই। সেখানে স্বামী আনমোলকে জড়িয়ে রয়েছেন অমৃতা। আনমোল জড়িয়ে রয়েছেন ছেলে বীরকে। ছবি: ইনস্টাগ্রাম। 
*ছবিতে দেখা যাচ্ছে দুধ সাদা বিছানায় সাদা পশাকে তিনজনেই। সেখানে স্বামী আনমোলকে জড়িয়ে রয়েছেন অমৃতা। আনমোল জড়িয়ে রয়েছেন ছেলে বীরকে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/6
*ছবিতে আনমোল এবং অমৃতাএক দৃষ্টিতে দেখছেন তাঁদের সন্তানকে।মা-বাবার কান্ড দেখে চোখ বুজে হাসছে একরত্তিও। ছবির ক্যাপশনে আনমোল লিখেছেন, ‘আমাদের পৃথিবী, আমাদের আনন্দ’। এর পর হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন বীরের নাম। ছবি: ইনস্টাগ্রাম। 
*ছবিতে আনমোল এবং অমৃতাএক দৃষ্টিতে দেখছেন তাঁদের সন্তানকে।মা-বাবার কান্ড দেখে চোখ বুজে হাসছে একরত্তিও। ছবির ক্যাপশনে আনমোল লিখেছেন, ‘আমাদের পৃথিবী, আমাদের আনন্দ’। এর পর হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন বীরের নাম। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/6
*প্রসঙ্গত, ২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। তবে মা হতে চলার খবরটা প্রথমেই প্রকাশ করেননি অভিনেত্রী। অক্টোবরে নবরাত্রির আগে সামনে আনেন সুখবর। ছবি: ইনস্টাগ্রাম। 
*প্রসঙ্গত, ২ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা রাও। তবে মা হতে চলার খবরটা প্রথমেই প্রকাশ করেননি অভিনেত্রী। অক্টোবরে নবরাত্রির আগে সামনে আনেন সুখবর। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/6
*উল্লেখ্য, ২০১৬ সালে রেডিও জকি আনমোলের সঙ্গে সাতপাকে বান্ধা পড়েন বলি সুন্দরী। তাঁর আগে প্রায় সাত বছর চুটিয়ে প্রেম করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
*উল্লেখ্য, ২০১৬ সালে রেডিও জকি আনমোলের সঙ্গে সাতপাকে বান্ধা পড়েন বলি সুন্দরী। তাঁর আগে প্রায় সাত বছর চুটিয়ে প্রেম করেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement