বলিউডে কোন কোন ছবির চলছে শ্যুটিং ! কে কে রয়েছে সেই ছবিতে ? দেখে নিন

Last Updated:
ছবির নাম রুস্তম ৷ পরিচালক টিনু সুরেশ দেশাই ৷ ছবির প্রযোজক নীরজ পাণ্ডে৷ ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও ইলিয়ানা ডিক্রুজ ৷
1/6
ছবির নাম রুস্তম ৷ পরিচালক টিনু সুরেশ দেশাই ৷ ছবির প্রযোজক নীরজ পাণ্ডে৷   ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও ইলিয়ানা ডিক্রুজ ৷ একজন নৌসেনার অফিসারের জীবনির ওপর তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিটির ফার্স্টলুক লঞ্চ হলেও, ছবিটির শ্যুটিং চলছে এখনও ৷ শোনা গিয়েছে, গোটা ছবিতে অ্যাকশন সিকোয়েন্স নিজেই করেছেন অক্ষয় ৷ তবে অক্ষয়ের কাছে এই ধরণের কাজ নতুন নয় ৷ এটা তো অক্ষয়ের কাছে জলভাত !
ছবির নাম রুস্তম ৷ পরিচালক টিনু সুরেশ দেশাই ৷ ছবির প্রযোজক নীরজ পাণ্ডে৷ ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও ইলিয়ানা ডিক্রুজ ৷ একজন নৌসেনার অফিসারের জীবনির ওপর তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিটির ফার্স্টলুক লঞ্চ হলেও, ছবিটির শ্যুটিং চলছে এখনও ৷ শোনা গিয়েছে, গোটা ছবিতে অ্যাকশন সিকোয়েন্স নিজেই করেছেন অক্ষয় ৷ তবে অক্ষয়ের কাছে এই ধরণের কাজ নতুন নয় ৷ এটা তো অক্ষয়ের কাছে জলভাত !
advertisement
2/6
শ্যুটিং চলছে করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’-এর ৷ ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মাকে ৷ তবে গুঞ্জনে রয়েছে ছবিতে নাকি দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও ৷ ছবিটি আদ্যপান্থ রোমান্টিক-ফ্যামিলি ড্রামা ৷ আপাতত, ছবিটির শ্যুটিং চলছে বুদাপেস্টে ৷
শ্যুটিং চলছে করণ জোহরের নতুন ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’-এর ৷ ছবিতে দেখা যাবে রণবীর কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মাকে ৷ তবে গুঞ্জনে রয়েছে ছবিতে নাকি দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও ৷ ছবিটি আদ্যপান্থ রোমান্টিক-ফ্যামিলি ড্রামা ৷ আপাতত, ছবিটির শ্যুটিং চলছে বুদাপেস্টে ৷
advertisement
3/6
মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে শ্যুটিং চলছে অভিষেক কাপুরের নতুন ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’ -এর ৷ ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর ৷ চেতন ভগতের লেখা গল্প ‘হাফ গার্লফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে এই ছবি ৷ আপাতত, চলছে এই ছবির শ্যুটিং ৷
মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে শ্যুটিং চলছে অভিষেক কাপুরের নতুন ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’ -এর ৷ ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও অর্জুন কাপুর ৷ চেতন ভগতের লেখা গল্প ‘হাফ গার্লফ্রেন্ড’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে এই ছবি ৷ আপাতত, চলছে এই ছবির শ্যুটিং ৷
advertisement
4/6
শ্যুটিং চলছে পরিচালক নিত্য মহেরার নতুন ছবি ‘বার বার দেখাে’র ৷ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা ৷ একেবারে রোমান্টিক ঘরানার এই ছবির দিকে রয়েছে বলিউডের নজর ৷
শ্যুটিং চলছে পরিচালক নিত্য মহেরার নতুন ছবি ‘বার বার দেখাে’র ৷ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা ৷ একেবারে রোমান্টিক ঘরানার এই ছবির দিকে রয়েছে বলিউডের নজর ৷
advertisement
5/6
টলিউড পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবার বলিউডে ৷ প্রথম বলিউড ছবিতেই তিনি পেয়ে গিয়েছেন অমিতাভ বচ্চনকে ৷ ছবির নাম ‘পিঙ্ক’ ৷ ছবিটির গল্পে নাকি রয়েছে রহস্য ও রোমাঞ্চ ৷ একেবারে অন্যরূপে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷
টলিউড পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এবার বলিউডে ৷ প্রথম বলিউড ছবিতেই তিনি পেয়ে গিয়েছেন অমিতাভ বচ্চনকে ৷ ছবির নাম ‘পিঙ্ক’ ৷ ছবিটির গল্পে নাকি রয়েছে রহস্য ও রোমাঞ্চ ৷ একেবারে অন্যরূপে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷
advertisement
6/6
কলকাতায় শ্যুটি পর্ব শেষ ৷ সুজয় ঘোষ একেবারে তৈরি তাঁর নতুন কাহানি নিয়ে ৷ ছবির নাম ‘কাহিনি টু’ ৷ ছবিতে রয়েছে অর্জুন রামপাল, যুগল হংসরাজ৷ আর অবশ্যই বিদ্যা বালন !
কলকাতায় শ্যুটি পর্ব শেষ ৷ সুজয় ঘোষ একেবারে তৈরি তাঁর নতুন কাহানি নিয়ে ৷ ছবির নাম ‘কাহিনি টু’ ৷ ছবিতে রয়েছে অর্জুন রামপাল, যুগল হংসরাজ৷ আর অবশ্যই বিদ্যা বালন !
advertisement
advertisement
advertisement