১৬ জুন আজ বাবাদের দিন ৷ কথায় বলে সন্তানকে মানুষ করায় বাবা-মা দু’জনের ভূমিকাই খুব গুরুত্বপূর্ণ ৷ কিন্তু দুই ভূমিকা একাই সামলান যারা, আজকের দিনে তাদের কুর্নিশ ৷ বিটাউনে রয়েছেন এমনই কিছু মানুষ, যাদের পিতৃত্ব অনুপ্রেরণা হতে পারে অন্যদের কাছে ৷ এদের মধ্যে কেউ অবিবাহিত কিন্তু দত্তক সন্তানের মায়ের অভাব অনুভব হতে দেন না ৷ কেউ আবার স্ত্রীয়ের থেকে আলাদা হওয়ার পরও সন্তানের দায়িত্ব ভোলেননি ৷ কেউ এবার বিয়ে না হওয়া বা তাঁর সেক্সুয়াল ওরিয়েন্টশন কোনও কিছুকেই তাঁর বাবা হওয়ার পথে বাধা হতে দেয়নি ৷