Father's Day 2021 : নব্বইয়ের DDLJ থেকে হালফিলের পিকু! তাক লাগিয়েছেন অনস্ক্রিন বাবারা, এমনই কিছু চেনা চরিত্র...

Last Updated:
বাবার চরিত্রে অভিনয় (Onscreen Fathers) করে রিয়েল আর রিল একাত্ম করে তুলেছেন একের পর এক ডাকসাইটে অভিনেতা (Bollywood Stars and Megastars)। নিজেদের নাম ছাপিয়ে জনপ্রিয় করে তুলেছিলেন তাঁদের চরিত্রকে। স্মৃতির ক্যানভাস থেকে রইল তেমনই কিছু চরিত্রের ঝলক।
1/8
কখনও রাশভারী ওমরেশ পুরী তো কখনও সুপার হিট শাহরুখ খান। বাবার চরিত্রে অভিনয় করে রিয়েল আর রিল একাত্ম করে তুলেছেন একের পর এক ডাকসাইটে অভিনেতা। নিজেদের নাম ছাপিয়ে জনপ্রিয় করে তুলেছিলেন তাঁদের চরিত্রকে। স্মৃতির ক্যানভাস থেকে রইল তেমনই কিছু চরিত্রের ঝলক। এঁদের মধ্যে ফটো গ্যালারিতে তুলে ধরা এই অভিনেতার নাম না করলেই নয়। তালিকায় রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চনও।
কখনও রাশভারী ওমরেশ পুরী তো কখনও সুপার হিট শাহরুখ খান। বাবার চরিত্রে অভিনয় করে রিয়েল আর রিল একাত্ম করে তুলেছেন একের পর এক ডাকসাইটে অভিনেতা। নিজেদের নাম ছাপিয়ে জনপ্রিয় করে তুলেছিলেন তাঁদের চরিত্রকে। স্মৃতির ক্যানভাস থেকে রইল তেমনই কিছু চরিত্রের ঝলক। এঁদের মধ্যে ফটো গ্যালারিতে তুলে ধরা এই অভিনেতার নাম না করলেই নয়। তালিকায় রয়েছেন বিগ বি অমিতাভ বচ্চনও।
advertisement
2/8
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের ওমরেশ পুরী রাশভারী হলেও কোথাও গিয়ে মেয়ের প্রেমে অন্ধ এক স্নেহশীল পিতা। উপরে কঠিন কিন্তু ভেতরটা নরম। এমনই এক বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ছবিতে অভিনেত্রী কাজলের অনস্ক্রিন বাবা ওমরেশ পুরীকে।
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের ওমরেশ পুরী রাশভারী হলেও কোথাও গিয়ে মেয়ের প্রেমে অন্ধ এক স্নেহশীল পিতা। উপরে কঠিন কিন্তু ভেতরটা নরম। এমনই এক বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ছবিতে অভিনেত্রী কাজলের অনস্ক্রিন বাবা ওমরেশ পুরীকে।
advertisement
3/8
শাহরুখ-কাজলের মতো বড় স্টারদের মাঝেও নজর কেড়েছিল ওমরেশ পুরীর অভিনয়। যিনি মেয়েকে ভাল রাখতে কঠিন হওয়ার মুখোস পরে থাকতেন। তাঁর সেই ডায়ালগ 'যা সিমরান যা, জি যে আপনি জিন্দেগী' সহজে ভোলার নয়।
শাহরুখ-কাজলের মতো বড় স্টারদের মাঝেও নজর কেড়েছিল ওমরেশ পুরীর অভিনয়। যিনি মেয়েকে ভাল রাখতে কঠিন হওয়ার মুখোস পরে থাকতেন। তাঁর সেই ডায়ালগ 'যা সিমরান যা, জি যে আপনি জিন্দেগী' সহজে ভোলার নয়।
advertisement
4/8
বাবার চরিত্রে সেরা অভিনয়টা হয়তো অনুপম খের দিয়েছিলেন তাঁর ড্যাডি ছবিতে। তারপরে একাধিক ছবিতে তাঁকে বাবার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ডিডিএসজে-র শাহরুখ খানের কুল বাবাও ছিলেন তিনি।
বাবার চরিত্রে সেরা অভিনয়টা হয়তো অনুপম খের দিয়েছিলেন তাঁর ড্যাডি ছবিতে। তারপরে একাধিক ছবিতে তাঁকে বাবার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ডিডিএসজে-র শাহরুখ খানের কুল বাবাও ছিলেন তিনি।
advertisement
5/8
আবার ওয়েক আপ সিডে রণবীর কাপুরের কঠিন বাবার ভূমিকাতেও দেখা গিয়েছে অনুপম খেরকে। বাবার চরিত্রের একাধিক ওঠানামা দেখা গিয়েছে তাঁর অভিনীত চরিত্র গুলিতে। যার আবেদনের আকর্ষণ এড়ানো কঠিন।
আবার ওয়েক আপ সিডে রণবীর কাপুরের কঠিন বাবার ভূমিকাতেও দেখা গিয়েছে অনুপম খেরকে। বাবার চরিত্রের একাধিক ওঠানামা দেখা গিয়েছে তাঁর অভিনীত চরিত্র গুলিতে। যার আবেদনের আকর্ষণ এড়ানো কঠিন।
advertisement
6/8
পিকু ছবিতে দীপিকা পাডুকোনের বাবার চরিত্রে অমিতাভ বচ্চন অনেকেরই মন জয় করেছেন সহজেই। তবে সেটাই প্রথম নয় এর আগে কভি খুশি কাভি গম, কভি অলভিদা না কেহেনা এরকম একাধিক ছবিতে ভিন্ন মেজাজে বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। তবে পিকু ছবিতে তিনি যে অভিনয়টা করেছেন সেটা ছাপিয়ে গিয়েছে অন্য আরও অনেক চরিত্রকে।
পিকু ছবিতে দীপিকা পাডুকোনের বাবার চরিত্রে অমিতাভ বচ্চন অনেকেরই মন জয় করেছেন সহজেই। তবে সেটাই প্রথম নয় এর আগে কভি খুশি কাভি গম, কভি অলভিদা না কেহেনা এরকম একাধিক ছবিতে ভিন্ন মেজাজে বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। তবে পিকু ছবিতে তিনি যে অভিনয়টা করেছেন সেটা ছাপিয়ে গিয়েছে অন্য আরও অনেক চরিত্রকে।
advertisement
7/8
ড্যাডি কুলের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ খানকেও। কুছ কুছ হোতা হ্যায় ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। সেখানে ড্যাডি কুল হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। আবার গুঞ্জন সাক্সেনা এবং বরেলি কী বরফি ছবির ক্ষেত্রে পঙ্কজ ত্রিপাঠীর বাবার ভূমিকায় অভিনয়ও মন জয় করেছেন কিং খান।
ড্যাডি কুলের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে শাহরুখ খানকেও। কুছ কুছ হোতা হ্যায় ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। সেখানে ড্যাডি কুল হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। আবার গুঞ্জন সাক্সেনা এবং বরেলি কী বরফি ছবির ক্ষেত্রে পঙ্কজ ত্রিপাঠীর বাবার ভূমিকায় অভিনয়ও মন জয় করেছেন কিং খান।
advertisement
8/8
দঙ্গল ছবিতে আমির খানের অভিনয়ও ছিল স্মরণীয়। সমাজের উল্টো স্রোতে হেঁটে কুস্তিগীর মেয়েদের বড় করে তোলার, তাঁদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার অদম্য জেদ ফুটে উঠেছিল তাঁর চরিত্রের প্রতিটি বাঁকে। আর তাতেই তৈরি হয়েছে দঙ্গলের মত এক মাইলস্টোন ছবি।
দঙ্গল ছবিতে আমির খানের অভিনয়ও ছিল স্মরণীয়। সমাজের উল্টো স্রোতে হেঁটে কুস্তিগীর মেয়েদের বড় করে তোলার, তাঁদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার অদম্য জেদ ফুটে উঠেছিল তাঁর চরিত্রের প্রতিটি বাঁকে। আর তাতেই তৈরি হয়েছে দঙ্গলের মত এক মাইলস্টোন ছবি।
advertisement
advertisement
advertisement