

• এ যেন ঠিক বছর খানেক আগের জায়রা ওয়াসিমকে মনে করিয়ে দিচ্ছে । ধর্মের পথে চলার শপথ নিয়ে ঠিক একই ভাবে বনোদন জগতকে বিদায় জানিয়েছিলেন কাশ্মীরী কিশোরী জায়রা । ‘স্কাই ইজ পিঙ্ক’-এর শ্যুটিং শেষ করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । এ বার সেই তালিকায় সানা খান।


• সলমন খানে ‘জয় হো’র নায়িকা, বিগ বস-৬ এর প্রতিযোগী সানা খানকে নিশ্চয়ই সকলেরই মনে রয়েছে । সেই সানা খান এ বার ইনস্টাগ্রামে লম্বা একটি পোস্ট করে বিলাসবহুল এই জীবন ছেড়ে ধর্মের পথ বেছে নিলেন ।


• সানা জানিয়েছেন, মানুষের পাশে থাকতে চান তিনি, অসহায় মানুষদের সাহায্য করতে চান...মানুষের সেবায় জীবন উৎসর্গ করে দিতেই তাই এই সিদ্ধান্ত নিয়েছেন সানা ।


• দীর্ঘ ওই পোস্টটিতে সানা আরও লিখেছেন, ‘‘কয়েকদিন ধরেই আমার মনে বারবার একটাই প্রশ্ন জাগছে, মানুষ কেন এই পৃথিবীতে আসে? শুধুই কী টাকা, নাম, যশ, সম্মান পাওয়ার জন্য? নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে? মানুষের জন্য জীবনে কিছু করাটা কি আমাদেরকর্তব্য নয়?


• ‘‘আমার বারবার মনে হত, মৃত্যুর পর আমাদের সঙ্গে কী হয়? আমার মৃত্যুর পর ঠিক কী হবে আমার সঙ্গে? এরপরেই আমার মনে হল,জীবন-মৃত্যুর এই দোটানা শুধু জীবন নয় । জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে । তাই আমি ধর্ম সাধনা করে এই পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। আমার আগের জীবনকে বরাবরের মতো বিদায় জানাচ্ছি । আশা করি, এরপর আমাকে কেউ আর অতীতের বিষয়ে কোনও প্রশ্ন করবেন না।’’