দশ দিক মাতোয়ারা! এষা গুপ্তার এই ১০ বোল্ড ছবি শীতেও ঘাম ঝরাবে

Last Updated:
ব্র্যান্ড এনডোর্সমেন্ট আর হরেক ফটোশ্যুটের কল্যাণে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরায় তাঁর বোল্ডনেস
1/12
মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্ম থেকে বলিউডের রুপোলি পর্দা- এষা গুপ্তাকে (Esha Gupta) নানা রূপে দেখেছেন ভক্তেরা। কিন্তু তার বাইরেও নায়িকার নানা রূপের ছটা চোখ ধাঁধিয়ে দেওয়ার ক্ষমতা ধরে। ব্র্যান্ড এনডোর্সমেন্ট আর হরেক ফটোশ্যুটের কল্যাণে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরায় তাঁর বোল্ডনেস। তেমনই ১০ ছবি দেখে নেওয়া যাক এক এক করে!
মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্ম থেকে বলিউডের রুপোলি পর্দা- এষা গুপ্তাকে (Esha Gupta) নানা রূপে দেখেছেন ভক্তেরা। কিন্তু তার বাইরেও নায়িকার নানা রূপের ছটা চোখ ধাঁধিয়ে দেওয়ার ক্ষমতা ধরে। ব্র্যান্ড এনডোর্সমেন্ট আর হরেক ফটোশ্যুটের কল্যাণে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরায় তাঁর বোল্ডনেস। তেমনই ১০ ছবি দেখে নেওয়া যাক এক এক করে!
advertisement
2/12
বিকিনি লাভ - নানা সময়ে নানা রকমের বিকিনির সাজে দেখা গিয়েছে এষাকে। কিন্তু এই সাদা-লাল যুগলবন্দীতে তাঁর উদ্ভাসিত যৌবন বলছে কেবলই নিজেকে ভালোবাসার কথা। সঙ্গে শ্রাগ আর হ্যাটের স্টাইল স্টেটমেন্ট তাঁকে করে তুলেছে নজরকাড়া।
বিকিনি লাভ - নানা সময়ে নানা রকমের বিকিনির সাজে দেখা গিয়েছে এষাকে। কিন্তু এই সাদা-লাল যুগলবন্দীতে তাঁর উদ্ভাসিত যৌবন বলছে কেবলই নিজেকে ভালোবাসার কথা। সঙ্গে শ্রাগ আর হ্যাটের স্টাইল স্টেটমেন্ট তাঁকে করে তুলেছে নজরকাড়া।
advertisement
3/12
সাগরপারের হাওয়া - ছবিটার মধ্যে একটা ধূসর রঙের নির্লিপ্তি আছে ঠিকই! কিন্তু এষার দুরন্ত পোজ আর শারীরিক সৌষ্ঠব সাগরপারের হাওয়াকে যেন উতলা করে তুলেছে! সঙ্গে ভক্তদেরও!
সাগরপারের হাওয়া - ছবিটার মধ্যে একটা ধূসর রঙের নির্লিপ্তি আছে ঠিকই! কিন্তু এষার দুরন্ত পোজ আর শারীরিক সৌষ্ঠব সাগরপারের হাওয়াকে যেন উতলা করে তুলেছে! সঙ্গে ভক্তদেরও!
advertisement
4/12
বসন্তের দিন - এটিও সাগরসৈকতের ছবি। কিন্তু খোলা পিঠে গোলাপফুলের ট্যাটুর মাধ্যমে কোন ইঙ্গিত দিতে চাইছেন নায়িকা? বসন্ত এসে গেছে? ডেনিমের ক্যাজুয়াল লুক যে মুগ্ধ করার মতো, কে তা অস্বীকার করবে!
বসন্তের দিন - এটিও সাগরসৈকতের ছবি। কিন্তু খোলা পিঠে গোলাপফুলের ট্যাটুর মাধ্যমে কোন ইঙ্গিত দিতে চাইছেন নায়িকা? বসন্ত এসে গেছে? ডেনিমের ক্যাজুয়াল লুক যে মুগ্ধ করার মতো, কে তা অস্বীকার করবে!
advertisement
5/12
অতল জলের আহ্বানে - পুল ফটোশ্যুট নায়িকাদের ক্ষেত্রে যেন কাজেরই এক অঙ্গ। চোখঝলসানো সবুজের সমারোহে যেন জলকন্যাদের জগতে বিচরণ করছেন এষা!
অতল জলের আহ্বানে - পুল ফটোশ্যুট নায়িকাদের ক্ষেত্রে যেন কাজেরই এক অঙ্গ। চোখঝলসানো সবুজের সমারোহে যেন জলকন্যাদের জগতে বিচরণ করছেন এষা!
advertisement
6/12
বিকিনি বা খুব ছোট কোনও পোশাকেই যে স্টাইল স্টেটমেন্টের বোল্ডনেস ধরা পড়ে না, সেটা এষা প্রমাণ করে দিয়েছেন এই ঢিলেঢালা ব্ল্যাক ড্রেসের ছবিতে।
বিকিনি বা খুব ছোট কোনও পোশাকেই যে স্টাইল স্টেটমেন্টের বোল্ডনেস ধরা পড়ে না, সেটা এষা প্রমাণ করে দিয়েছেন এই ঢিলেঢালা ব্ল্যাক ড্রেসের ছবিতে।
advertisement
7/12
ভালোবাসার আগুন জ্বেলে - পিঠখোলা এই স্যুইমস্যুটের চেয়েও বেশি করে নজর কাড়ে এষার আংটি, তাতে লেখা আছে- লাভড! তা, ভক্তদের ভালোবাসা যে তিনি পেয়েছেন, তাতে আর আশ্চর্য কী!
ভালোবাসার আগুন জ্বেলে - পিঠখোলা এই স্যুইমস্যুটের চেয়েও বেশি করে নজর কাড়ে এষার আংটি, তাতে লেখা আছে- লাভড! তা, ভক্তদের ভালোবাসা যে তিনি পেয়েছেন, তাতে আর আশ্চর্য কী!
advertisement
8/12
ওয়াইল্ড ফ্লাওয়ার - আমরা নই, এ বিশেষণ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এষা নিজেই লিখেছেন ছবির সঙ্গে। ছিপছিপে কোমর, ঈষৎ প্রকট বক্ষবিভাজিকা আর ট্যাটুর নান্দনিকতায় নীল রঙের আবহে নায়িকা সত্যিই অনিন্দিতা!
ওয়াইল্ড ফ্লাওয়ার - আমরা নই, এ বিশেষণ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এষা নিজেই লিখেছেন ছবির সঙ্গে। ছিপছিপে কোমর, ঈষৎ প্রকট বক্ষবিভাজিকা আর ট্যাটুর নান্দনিকতায় নীল রঙের আবহে নায়িকা সত্যিই অনিন্দিতা!
advertisement
9/12
মোনোক্রোম ম্যাডনেস - সাদা-কালো লুকেও যে সবার নজর কেড়ে নিতে পারেন, তেমন ফটোশ্যুটেও যে তিনি দ্বিধাহীন, সে কথা প্রমাণ করে দিয়েছে এষার এই ছবিটাই!
মোনোক্রোম ম্যাডনেস - সাদা-কালো লুকেও যে সবার নজর কেড়ে নিতে পারেন, তেমন ফটোশ্যুটেও যে তিনি দ্বিধাহীন, সে কথা প্রমাণ করে দিয়েছে এষার এই ছবিটাই!
advertisement
10/12
ঈষৎ আবৃত, ঈষৎ অনাবৃত- কেমন করে হয়ে উঠতে হয় মোহময়ী, সে কথা এষার কাছ থেকে জেনে নেওয়ার দরকার আছে বই কি! এই ছবিটাই কি তার প্রমাণ নয়?
ঈষৎ আবৃত, ঈষৎ অনাবৃত- কেমন করে হয়ে উঠতে হয় মোহময়ী, সে কথা এষার কাছ থেকে জেনে নেওয়ার দরকার আছে বই কি! এই ছবিটাই কি তার প্রমাণ নয়?
advertisement
11/12
নিঃশব্দ বাঙময়তা - কখনও কখনও কোনও কথা না বলেই বুঝিয়ে দেওয়া যায় অনেক কিছু! এষা যে সেটা ভালোই পারেন, এই ছবি তার জানান দিচ্ছে!
নিঃশব্দ বাঙময়তা - কখনও কখনও কোনও কথা না বলেই বুঝিয়ে দেওয়া যায় অনেক কিছু! এষা যে সেটা ভালোই পারেন, এই ছবি তার জানান দিচ্ছে!
advertisement
12/12
মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে বলিউডের বেশ কয়েকটা ছবির রুপোলি পর্দা, সঙ্গে অজস্র ব্র্যান্ড এনডোর্সমেন্ট আর ফটোশ্যুটে দেখা দিয়ে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিঃসন্দেহেই দিনে দিনে হয়ে উঠেছে ওয়াইজার!
মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে বলিউডের বেশ কয়েকটা ছবির রুপোলি পর্দা, সঙ্গে অজস্র ব্র্যান্ড এনডোর্সমেন্ট আর ফটোশ্যুটে দেখা দিয়ে তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিঃসন্দেহেই দিনে দিনে হয়ে উঠেছে ওয়াইজার!
advertisement
advertisement
advertisement