হঠাৎই হু হু করে বেড়েছে রিয়ার সম্পত্তি, কোটি কোটি টাকার ফ্ল্যাট-গাড়ি এল কী ভাবে?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই আয়ে কী করে মুম্বইয়ের দু’টি অভিজাত এলাকায় কোটি টাকার দু’টি ফ্ল্যাট কিনলেন রিয়া ও তাঁর পরিবার?
• বারবার প্রশ্ন উঠছে নায়িকা ও সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সম্পত্তি, টাকাপয়সা ও অভিজাত জীবনযাপন নিয়ে । ইতিমধ্যেই আর্থিক তছরুপের অভিযোগে রিয়াকে সমন পাঠিয়েছে ইডি । আজই তাঁর দফতরে হাজিরা দেওয়ার কথা। তবে যেভাবে বারবার ঠিকানা বদল করে পুলিশকে ঘোল খাওয়াচ্ছেন নায়িকা, তাতে তিনি আদৌও আজ হাজিরা দিতে আসবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
advertisement
• এই এই আয়ে কী করে মুম্বইয়ের দু’টি অভিজাত এলাকায় কোটি টাকার দু’টি ফ্ল্যাট কিনলেন রিয়া ও তাঁর পরিবার? জানা গিয়েছে, মুম্বইয়ের খারে ৮৫ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে তাঁর । প্রশ্ন উঠছে সেখানেই । সুশান্তের বাবা আগেই অভিযোগ করেছিলেন, সুশান্তের টাকা আত্মস্যাৎ করেছেন রিয়া । সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরিয়েছিলেন তিনি ।
advertisement
• ইডি সূত্রে জানা গিয়েছে, সুশান্তের মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল । তার মধ্যে দু’টি থেকে বড় অঙ্কের টাকা গিয়েছিল রিয়ার অ্যাকাউন্টে । কোটক মহিন্দ্রা ব্যাংক এবং HDFC ব্যাঙ্ক থেকে এই লেনদেন হযেছিল। মুম্বইয়ের অভিজাত এলাকায় যে বাড়ি দু’টি কিনেছিলেন রিয়া, তার কাগজপত্রও দেখতে চাওয়া হয়েছে ইডির তরফে।
advertisement
advertisement