• বারবার প্রশ্ন উঠছে নায়িকা ও সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সম্পত্তি, টাকাপয়সা ও অভিজাত জীবনযাপন নিয়ে । ইতিমধ্যেই আর্থিক তছরুপের অভিযোগে রিয়াকে সমন পাঠিয়েছে ইডি । আজ, শুক্রবারই তাঁর দফতরে হাজিরা দেওয়ার কথা। তবে যেভাবে বারবার ঠিকানা বদল করে পুলিশকে ঘোল খাওয়াচ্ছেন নায়িকা, তাতে তিনি আদৌ আজ, শুক্রবার হাজিরা দিতে আসবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
• এই আয়ে কী করে মুম্বইয়ের দু’টি অভিজাত এলাকায় কোটি টাকার দু’টি ফ্ল্যাট কিনলেন রিয়া ও তাঁর পরিবার? জানা গিয়েছে, মুম্বইয়ের খারে ৮৫ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে তাঁর । প্রশ্ন উঠছে সেখানেই । সুশান্তের বাবা আগেই অভিযোগ করেছিলেন, সুশান্তের টাকা আত্মস্যাৎ করেছেন রিয়া । সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরিয়েছিলেন তিনি ।
• ইডি সূত্রে জানা গিয়েছে, সুশান্তের মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল । তার মধ্যে দু’টি থেকে বড় অঙ্কের টাকা গিয়েছিল রিয়ার অ্যাকাউন্টে । কোটক মহিন্দ্রা ব্যাংক এবং HDFC ব্যাঙ্ক থেকে এই লেনদেন হযেছিল। মুম্বইয়ের অভিজাত এলাকায় যে বাড়ি দু’টি কিনেছিলেন রিয়া, তার কাগজপত্রও দেখতে চাওয়া হয়েছে ইডির তরফে।