হোম » ছবি » বিনোদন » দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়!ময়নাতদন্তে দেখা গিয়েছিল অস্বাভাবিক আঘাতের চিহ্ন
দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়! ময়নাতদন্তে দেখা গিয়েছিল একাধিক অস্বাভাবিক আঘাতের চিহ্ন
Bangla Editor
1/ 7
• সুশান্তের প্রাক্তন ম্যানেজার ২৫ বছরের দিশা সালিয়ানের আত্মহত্যা । বারবারই দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর একটা যোগসূত্রের কথা উঠে আসছে । সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগে, ৯ জুন রাত ২টোর সময় নিজের ১৪ তলার ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দিশার ।
2/ 7
• সেটা খুন নাকি আত্মহত্যা, নাকি নিছকই দূর্ঘটনা সে রহস্যের কিনারা হয়নি । দিশার বাড়িতে সে সময় উপস্থিত ছিলেন তাঁর প্রেমিক রোহান রায় । তিনি জানান, মদ্যপ অবস্থায় ছিলেন দিশা ।
3/ 7
• তবে দিশার ময়নাতদন্তের রিপোর্ট অন্য কথা বলছে । গতকালই বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের অভিযোগ করেছিলেন, দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
4/ 7
• তিনি আরও অভিযোগ করেন, মহারাষ্ট্র সরকার চাইছে সুশান্ত ও দিশার মৃত্যুর পিছনে থাকা অপরাধীদের আড়াল করতে। তিনি বলেন, দুর্নীতিতে জড়িয়ে আছে মহারাষ্ট্র সরকার আর সেটাই গোপন করার চেষ্টা করছে তারা।
5/ 7
• দিশার ময়নাতদন্তের রিপোর্ট বলছে,উঁচু থেকে পড়ে যাওয়ার ফলে দিশার মাথায় গভীর আঘাত ছিল । তবে তাঁর শরীরের আরও অনেক জায়গায় বেশকিছু অস্বাভাবিক আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে ।ওই চিহ্নগুলি কিসের? তাহলে কি ধর্ষণ করে খুনের তত্ত্বই সঠিক?
6/ 7
• দিশার ময়নাতদন্ত হয় ১১ জুন, অর্থাৎ মৃত্যুর দু’দিন পরে । কিন্তু কেন? প্রমাণ মুছতেই কি দেরি করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
7/ 7
• তবে দিশার বাবা মুম্বই পুলিশকে একটি চিঠিতে জানিয়েছেন, তাঁর মেয়েকে জড়িয়ে অসত্য, অবাস্তব খবর ছড়ানো হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার খুবই বিব্রতবোধ করছেন ।
দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়! ময়নাতদন্তে দেখা গিয়েছিল একাধিক অস্বাভাবিক আঘাতের চিহ্ন
• সুশান্তের প্রাক্তন ম্যানেজার ২৫ বছরের দিশা সালিয়ানের আত্মহত্যা । বারবারই দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর একটা যোগসূত্রের কথা উঠে আসছে । সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগে, ৯ জুন রাত ২টোর সময় নিজের ১৪ তলার ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দিশার ।
দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়! ময়নাতদন্তে দেখা গিয়েছিল একাধিক অস্বাভাবিক আঘাতের চিহ্ন
• সেটা খুন নাকি আত্মহত্যা, নাকি নিছকই দূর্ঘটনা সে রহস্যের কিনারা হয়নি । দিশার বাড়িতে সে সময় উপস্থিত ছিলেন তাঁর প্রেমিক রোহান রায় । তিনি জানান, মদ্যপ অবস্থায় ছিলেন দিশা ।
দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়! ময়নাতদন্তে দেখা গিয়েছিল একাধিক অস্বাভাবিক আঘাতের চিহ্ন
• তবে দিশার ময়নাতদন্তের রিপোর্ট অন্য কথা বলছে । গতকালই বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের অভিযোগ করেছিলেন, দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়! ময়নাতদন্তে দেখা গিয়েছিল একাধিক অস্বাভাবিক আঘাতের চিহ্ন
• তিনি আরও অভিযোগ করেন, মহারাষ্ট্র সরকার চাইছে সুশান্ত ও দিশার মৃত্যুর পিছনে থাকা অপরাধীদের আড়াল করতে। তিনি বলেন, দুর্নীতিতে জড়িয়ে আছে মহারাষ্ট্র সরকার আর সেটাই গোপন করার চেষ্টা করছে তারা।
দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়! ময়নাতদন্তে দেখা গিয়েছিল একাধিক অস্বাভাবিক আঘাতের চিহ্ন
• দিশার ময়নাতদন্তের রিপোর্ট বলছে,উঁচু থেকে পড়ে যাওয়ার ফলে দিশার মাথায় গভীর আঘাত ছিল । তবে তাঁর শরীরের আরও অনেক জায়গায় বেশকিছু অস্বাভাবিক আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে ।ওই চিহ্নগুলি কিসের? তাহলে কি ধর্ষণ করে খুনের তত্ত্বই সঠিক?
দিশার মৃত্যু সাধারণ আত্মহত্যা নয়! ময়নাতদন্তে দেখা গিয়েছিল একাধিক অস্বাভাবিক আঘাতের চিহ্ন
• তবে দিশার বাবা মুম্বই পুলিশকে একটি চিঠিতে জানিয়েছেন, তাঁর মেয়েকে জড়িয়ে অসত্য, অবাস্তব খবর ছড়ানো হচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার খুবই বিব্রতবোধ করছেন ।