

•• আল্পস পর্বতমালার পাদদেশে নৈসর্গিক সৌন্দর্যে মোড়া প্রকৃতিতে ঘেরা ছিল তাঁদের বিয়ের ভেন্যু। যা দেখে মনে হতে পারে এ যেন কোনো রূপকথার রাজপুত্র আর রাজকন্যার বিয়ে। এদিকে বিয়েতে আমন্ত্রিত অতিথিদের আলোতে ঝলমল করছিল প্রতিটি কোণা। তারায় তারায় ছেয়ে ছিল সাজানো ভেন্যু। ছবি: ইনস্টাগ্রাম ৷


•• লেক কোমোতে কোঙ্কনি এবং সিন্ধি দুই মতে বিয়ে সেরেছেন দীপিকা ও রণবীর ৷ ছয় বছরের প্রেম অবশেষে বিয়েতে পরিণতি পেয়েছে ৷ ভক্তকুল তাঁদের বিয়ের ছবি দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন ৷ তবে হাপিত্যেশই সার হয়েছিল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


•• বিয়ের ছবি পেতে দু’দিন সময় লেগেছিল ৷ এরপর বেঙ্গালুরুতে একটি রিসেপশন পার্টির ব্যবস্থা করা হয়েছিল ৷ বেঙ্গালুরু থেকে মুম্বইতে ফিরতেই রণবীরের বোন রিতিকা দাদা ও বৌদির জন্য দিয়েছিলেন একটি জমকালো পার্টি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


•• এবার মুম্বইয়ের রিসেপশনের পালা ৷ আজ মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে সেই পার্টি ৷ যেখানে হাজির থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তারকারা ৷ এ বার সামনে এল সেই রিসেপশনে কেমনভাবে সাজছেন রণবীর ও দীপিকা, সেই লুক ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন নবদম্পতি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷