ইতালিতে স্বপ্নের বিয়ে দীপবীরের, যা খরচ হল তা দেখলে চোখ কপালে উঠবে
Last Updated:
advertisement
advertisement
advertisement
• ভিলা: লেকের পূর্ব দিকে ব্লেভিও গ্রামের যে ভিলা দেল বালবিয়ানেল্লো-তে দীপবীর ছিলেন সেখানে ৭৫টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল ৷ সঙ্গে ছিল ৪টি রেস্তোরাঁ এবং বার ৷ ১টি আল ফ্রেস্কো টেরেস, ৪টি কনফারেন্স রুম, স্পা, ইন্ডোর স্যুইমিং পুল, আউটডোর ফ্লোটিং পুল, বটানিক পার্ক ভাড়া নিয়েছিলেন দীপবীর ৷ এই স্যুট গুলির একরাতের ভাড়া ৩৩ হাজার ৷ অর্থাৎ মোটামুটি ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা তাঁরা শুধুমাত্র থাকার পিছনেই প্রতিদিন ব্যয় করেছেন ৷ ১ সপ্তাহে তাঁদের বিল হবে প্রায় ১ কোটি ৭৩ লক্ষ ৷
advertisement
advertisement