ইতালিতে স্বপ্নের বিয়ে দীপবীরের, যা খরচ হল তা দেখলে চোখ কপালে উঠবে

Last Updated:
1/6
• ইতালির লেক কোমোর পাশে বসেছিল সেই বিয়ের আসর ৷ বাস্তবের মাটি নয়, যেন এক রূপকথার বইয়ের জ্যন্ত কাহিনী ৷ এমন ভাবেই বিয়ে হয়ে গেল বলিউডের মোস্ট ফেভারিট জুটির ৷ চার হাত এক হল দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের ৷ কিন্তু এই বিয়ে করতে মোট কত খরচা হল জানা আছে ? এখানে আনুমানিক একটা হিসেব দেওয়া হল ৷
• ইতালির লেক কোমোর পাশে বসেছিল সেই বিয়ের আসর ৷ বাস্তবের মাটি নয়, যেন এক রূপকথার বইয়ের জ্যন্ত কাহিনী ৷ এমন ভাবেই বিয়ে হয়ে গেল বলিউডের মোস্ট ফেভারিট জুটির ৷ চার হাত এক হল দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের ৷ কিন্তু এই বিয়ে করতে মোট কত খরচা হল জানা আছে ? এখানে আনুমানিক একটা হিসেব দেওয়া হল ৷
advertisement
2/6
• বিশ্বের অন্যতম অভিজাত ও বিলাসবহুল এলাকা এই লেক কোমো ৷ ডেভিজ বেকহ্যাম, জর্জ ক্লুনি, অ্যান্টোনিও ব্যান্ডেরাসের মতো তারকারা বিয়ে করেছেন এখানে ৷ এখানেই এনগেজমেন্ট হয়েছে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের ৷
• বিশ্বের অন্যতম অভিজাত ও বিলাসবহুল এলাকা এই লেক কোমো ৷ ডেভিজ বেকহ্যাম, জর্জ ক্লুনি, অ্যান্টোনিও ব্যান্ডেরাসের মতো তারকারা বিয়ে করেছেন এখানে ৷ এখানেই এনগেজমেন্ট হয়েছে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের ৷
advertisement
3/6
• বিমান: লেক কোমোর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল মিলান ৷ দিল্লি থেকে মিলানের রিটার্ন ট্রিপের খরচ ৪৩ হাজার থেকে ৭০ হাজার ৷
• বিমান: লেক কোমোর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল মিলান ৷ দিল্লি থেকে মিলানের রিটার্ন ট্রিপের খরচ ৪৩ হাজার থেকে ৭০ হাজার ৷
advertisement
4/6
• ভিলা: লেকের পূর্ব দিকে ব্লেভিও গ্রামের যে ভিলা দেল বালবিয়ানেল্লো-তে দীপবীর ছিলেন সেখানে ৭৫টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল ৷ সঙ্গে ছিল ৪টি রেস্তোরাঁ এবং বার ৷ ১টি আল ফ্রেস্কো টেরেস, ৪টি কনফারেন্স রুম, স্পা, ইন্ডোর স্যুইমিং পুল, আউটডোর ফ্লোটিং পুল, বটানিক পার্ক ভাড়া নিয়েছিলেন দীপবীর ৷ এই স্যুট গুলির একরাতের ভাড়া ৩৩ হাজার ৷ অর্থাৎ মোটামুটি ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা তাঁরা শুধুমাত্র থাকার পিছনেই প্রতিদিন ব্যয় করেছেন ৷ ১ সপ্তাহে তাঁদের বিল হবে প্রায় ১ কোটি ৭৩ লক্ষ ৷
• ভিলা: লেকের পূর্ব দিকে ব্লেভিও গ্রামের যে ভিলা দেল বালবিয়ানেল্লো-তে দীপবীর ছিলেন সেখানে ৭৫টি ঘর ভাড়া নেওয়া হয়েছিল ৷ সঙ্গে ছিল ৪টি রেস্তোরাঁ এবং বার ৷ ১টি আল ফ্রেস্কো টেরেস, ৪টি কনফারেন্স রুম, স্পা, ইন্ডোর স্যুইমিং পুল, আউটডোর ফ্লোটিং পুল, বটানিক পার্ক ভাড়া নিয়েছিলেন দীপবীর ৷ এই স্যুট গুলির একরাতের ভাড়া ৩৩ হাজার ৷ অর্থাৎ মোটামুটি ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা তাঁরা শুধুমাত্র থাকার পিছনেই প্রতিদিন ব্যয় করেছেন ৷ ১ সপ্তাহে তাঁদের বিল হবে প্রায় ১ কোটি ৭৩ লক্ষ ৷
advertisement
5/6
• ট্রেন: মিলান থেকে লেক কোমো যাওয়ার সবচেয়ে ভাল উপায় হল ট্রেন সফর ৷ এই ট্রেনের রিটার্ন টিকিটের ভাড়া ১৬০০-২০০০ টাকা, ২ জনের জন্য ৷
• ট্রেন: মিলান থেকে লেক কোমো যাওয়ার সবচেয়ে ভাল উপায় হল ট্রেন সফর ৷ এই ট্রেনের রিটার্ন টিকিটের ভাড়া ১৬০০-২০০০ টাকা, ২ জনের জন্য ৷
advertisement
6/6
• নিরাপত্তা: এই বিয়ের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি ছিল চোখে পড়ার মতো ৷ Z ক্যাটাগরির নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা ৷ স্থানীয় একটি নিরাপত্তা সংস্থাকেই এই ভার দিয়েছিলেন দীপিকা-রণবীর ৷ শোনা গিয়েছে, মোট ১ কোটি টাকা নিরাপত্তার পিছনে ব্যয় করেছেন তাঁরা ৷
• নিরাপত্তা: এই বিয়ের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি ছিল চোখে পড়ার মতো ৷ Z ক্যাটাগরির নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা ৷ স্থানীয় একটি নিরাপত্তা সংস্থাকেই এই ভার দিয়েছিলেন দীপিকা-রণবীর ৷ শোনা গিয়েছে, মোট ১ কোটি টাকা নিরাপত্তার পিছনে ব্যয় করেছেন তাঁরা ৷
advertisement
advertisement
advertisement