পর্দার প্রেম গড়িয়ে ছিল বাস্তবের বিয়েতে, মিলেমিশে এক হয়ে যায় এই পাঁচ জুটির রিল-রিয়েল রোম্যান্স
- Published by:Rachana Majumder
Last Updated:
শের শাহ ছবি করতে গিয়ে প্রেম৷ গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
'ঢাই অক্ষর প্রেম কে' (২০০০) এবং 'কুছ না কাহো' (২০০৩)-সহ কয়েকটি ছবিতে এই জুটি একসঙ্গে কাজ করেছিল। সূত্রের খবর, অভিষেক বচ্চন তাঁদের ছবি ‘গুরু’ (২০০৭) শেষ হওয়ার পর ঐশ্বর্য্য রাই বচ্চনকে বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তা গ্রহণ করেন। তাঁরা ২০০৭ সালে বিয়ে করেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে-আরাধ্যা বচ্চন।
advertisement
advertisement
advertisement
শের শাহ ছবি করতে গিয়ে প্রেম৷ গত ৭ ফেব্রুয়ারি মহা ধুমধামে বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসের আকাশে বাতাসে মিশে ছিল সানাই আর প্রেমের সুর। বিয়ের পর নিজেরাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করেন বর-কনে৷ তার পর মুম্বই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখিও হন বলিউডের নবদম্পতি। প্রেম দিবসে নিজেদের গায়ে হলুদের ছবি পোস্ট করে জীবনের নতুন অধ্যায়ের উদযাপন করলেন নবদম্পতি।
advertisement