• সম্প্রতি সেই ছবিতে লক্ষ্মীর ভূমিকায় দীপিকার ফার্স্ট লুক সামনে এসেছে ৷ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করছেন নায়িকা ৷ ছবিতে দীপিকার ত্বক কুচকানো, ঝলসানো, কিছুটা বিকৃত ৷ তবু মুখের হাসিটি অমলিন ৷ ছবির মধ্যে নৃশংসতা আছে, আছে ভয়ঙ্কর চক্রান্তের গন্ধও ৷ তবু নায়িকার মুখের ওই হাসিটার মধ্যে কোথাও একটা লুকিয়ে রয়েছে না মরতে দেওয়া আত্মবিশ্বাস ৷