

*কয়েকবছরের মধ্যে বাবা-মা এবং এক সন্তানকে হারিয়েছেন। এবারে ঘনিষ্ঠ বন্ধুকে হারালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি:ইনস্টাগ্রাম।


*সেলিনার প্রিয় বন্ধু ভিরাজ রাইয়ের অকাল মৃত্যুতে ভেঙে একেবারে পড়েছেন নায়িকা। ভিরাজকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। চিঠির প্রতিটি ছত্রে রয়েছে গভীর বেদনা। ছবি:ইনস্টাগ্রাম।


*বন্ধুর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শনিবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন সেলিনা। সেখানে তিনি লেখেন, "শেষ দু'বছরের একের পর এক সাংঘাতিক ঘটনা ঘটে চলেছে আমার জীবনে। এবার আমাকে আমার প্রিয় বন্ধুকেও চির বিদায় জানাতে হবে।" ছবি:ইনস্টাগ্রাম।


*সেলিনা আরও লিখেছেন, "২৫ বছর ধরে আমাদের দু'জনের মধ্যে যা যা হয়েছে, তা ভুলে যাওয়া যে কতটা হৃদয়বিদারক, তা বোঝাতে পারব না। এখন তুমি আমাকে ছেঁড়ে চলে গেলে। তোমাকে ছাড়া জীবনটা এরকম থাকবে না। তারাদের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো।" ছবি:ইনস্টাগ্রাম।