বলে তারকাদের ব্যক্তিগত জীবন বলে কিছুই নেই, যা-আছে, তা সবই লেন্সবন্দি! হক কথা বটে! কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন মায় ভালবাসার সঙ্গীর টুকুস করে দেওয়া 'লাভ বাইট' দেখা যাচ্ছে কিনা, তাও পাপারাৎজিদের ক্যামেরাবন্দি! শাহ রুখ খান থেকে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান... প্যাপ-দের ক্যামেরায় ধরা পড়ল সেলেবদের আদরের 'লাভ বাইটস'