Plastic surgery: গোপনে করেন অনেকেই! তবে প্রকাশ্যে 'এই কাজ' করার কথা স্বীকার করে নিয়েছেন যে নায়িকারা

Last Updated:
সুন্দর হওয়ার মাপকাঠি এক এক জনের কাছে এক এক রকম। তবে অভিনয়জগতে সকলেই সুন্দর হতে চান। 'নিখুঁত' হয়ে ওঠার বাসনায় অস্ত্রোপচার করিয়ে তারকারা বদলে নেন নাক, চোখ, ঠোঁট, মুখের গড়ন। বদলে ফেলতে চান বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও। তবে সকলেই কৃত্রিম ভাবে সুন্দর হওয়ার কথা প্রকাশ্যে বলতে চান না। কেউ কেউ বলেন। জেনে নেওয়া যাক এমন কয়েকজন তারকার কথা, যাঁরা প্রকাশ্যেই জানান নিজেদের প্লাস্টিক সার্জারির কথা।
1/5
বহু তারকা রয়েছেন যাঁরা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন। তালিকা দীর্ঘ হলেও প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই। কখনও টিকোলো নাক আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা— চাহিদা অনুযায়ী রূপ পেতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বহু বলিউড তারকা। অবশ্য, অস্ত্রোপচারের মাধ্যমে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ। কারা তাঁরা? -প্রতীকী ছবি।
বহু তারকা রয়েছেন যাঁরা কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করিয়েছেন। তালিকা দীর্ঘ হলেও প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই। কখনও টিকোলো নাক আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা— চাহিদা অনুযায়ী রূপ পেতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন বহু বলিউড তারকা। অবশ্য, অস্ত্রোপচারের মাধ্যমে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ। কারা তাঁরা? -প্রতীকী ছবি।
advertisement
2/5
সমাজমাধ্যমে জনপ্রিয় মুখ উরফি জাভেদ। বড়পর্দায় দেখা না গেলেও ছোটপর্দা থেকে বিভিন্ন শোটে তাঁর অবাধ বিচরণ। সম্প্রতি তিনি প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চোখের তলায় কালো দাগ কমাতে ‘ফিলার’ করিয়েছেন বলে জানিয়েছেন উরফি। শৈশব থেকেই চোখের নীচে কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছিলেন উরফি। একাধিক বার ট্রোলড হয়েছেন তিনি। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ‘আন্ডারআই ফিলার’-এর পাশাপাশি ‘লিপ ফিলার’ও করিয়েছেন তিনি।
সমাজমাধ্যমে জনপ্রিয় মুখ উরফি জাভেদ। বড়পর্দায় দেখা না গেলেও ছোটপর্দা থেকে বিভিন্ন শোটে তাঁর অবাধ বিচরণ। সম্প্রতি তিনি প্লাস্টিক সার্জারি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চোখের তলায় কালো দাগ কমাতে ‘ফিলার’ করিয়েছেন বলে জানিয়েছেন উরফি। শৈশব থেকেই চোখের নীচে কালো দাগ নিয়ে সমস্যায় পড়েছিলেন উরফি। একাধিক বার ট্রোলড হয়েছেন তিনি। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ‘আন্ডারআই ফিলার’-এর পাশাপাশি ‘লিপ ফিলার’ও করিয়েছেন তিনি।
advertisement
3/5
বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতে অভিনয় করেও জনপ্রিয় হয়ে ওঠেন শ্রুতি হাসন। নিজেকে সুন্দর দেখাতে অস্ত্রোপচারের দ্বারস্থ হয়েছেন তিনিও। ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রুতি জানিয়েছিলেন, তাঁর নাকের সামনের অংশে ‘ফিলার’ করিয়েছেন তিনি। ‘নোজ় জব’ এর পাশাপাশি ঠোঁটেরও অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী।
বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতে অভিনয় করেও জনপ্রিয় হয়ে ওঠেন শ্রুতি হাসন। নিজেকে সুন্দর দেখাতে অস্ত্রোপচারের দ্বারস্থ হয়েছেন তিনিও। ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রুতি জানিয়েছিলেন, তাঁর নাকের সামনের অংশে ‘ফিলার’ করিয়েছেন তিনি। ‘নোজ় জব’ এর পাশাপাশি ঠোঁটেরও অস্ত্রোপচার করিয়েছেন অভিনেত্রী।
advertisement
4/5
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান দক্ষিণী দুনিয়ার পাশাপাশি বলিউডেও চেনা মুখ। তিনিও সার্জারির মাধ্যমে নাক বদলেছেন বলে শোনা যায়। তবে বলেছেন, তাঁর নাকের এই সার্জারি শারীরিক সমস্যার কারণেই। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে এই সার্জারি করতে হয়েছে। ২০১৫ সালে প্রেক্ষাগৃহে অনুরাগ কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘বম্বে ভেলভেট’ ছবিটি। এই ছবির জন্য ঠোঁটের অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি।
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান দক্ষিণী দুনিয়ার পাশাপাশি বলিউডেও চেনা মুখ। তিনিও সার্জারির মাধ্যমে নাক বদলেছেন বলে শোনা যায়। তবে বলেছেন, তাঁর নাকের এই সার্জারি শারীরিক সমস্যার কারণেই। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে এই সার্জারি করতে হয়েছে। ২০১৫ সালে প্রেক্ষাগৃহে অনুরাগ কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘বম্বে ভেলভেট’ ছবিটি। এই ছবির জন্য ঠোঁটের অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি।
advertisement
5/5
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এক সময়ের মিস ওয়ার্ল্ডের শরীরে নানা প্লাস্টিক সার্জারির কথা শোনা যায়। নাক, ঠোঁট, গাল সবেতেই নাকি কাঁচি ঠেকিয়েছেন তিনি। তবে নাকে অস্ত্রোপচারের সময়েই ভুল করে ফেলেছিলেন চিকিৎসক। উড়ে গিয়েছিল প্রিয়াঙ্কার নাকের মূল হাড়। এর ফলে মুখ বদলে যায় নায়িকার। এই ধাক্কা সামলেই ইন্ডাস্ট্রিতে বিরাজ করেছেন তিনি। নিজে মুখেই জানিয়েছিলেন তাঁর প্লাস্টিক সার্জারির বিভ্রাটের কথা।
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এক সময়ের মিস ওয়ার্ল্ডের শরীরে নানা প্লাস্টিক সার্জারির কথা শোনা যায়। নাক, ঠোঁট, গাল সবেতেই নাকি কাঁচি ঠেকিয়েছেন তিনি। তবে নাকে অস্ত্রোপচারের সময়েই ভুল করে ফেলেছিলেন চিকিৎসক। উড়ে গিয়েছিল প্রিয়াঙ্কার নাকের মূল হাড়। এর ফলে মুখ বদলে যায় নায়িকার। এই ধাক্কা সামলেই ইন্ডাস্ট্রিতে বিরাজ করেছেন তিনি। নিজে মুখেই জানিয়েছিলেন তাঁর প্লাস্টিক সার্জারির বিভ্রাটের কথা।
advertisement
advertisement
advertisement