Vegetarian Bollywood Celebrities: আমিষ খাবার ছুঁয়ে দেখেন না! কেউ আবার ভিগান, ভরসা কেবল সব্জিতে, নিরামিষাশী তারকাদের তালিকা

Last Updated:
Vegetarian Bollywood celebrities in India: ফিট থাকার জন্য কেউ কেউ আবার চিরতরে আমিষ খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নিরামিষাশী হয়ে উঠেছেন কোনও কোনও তারকা। বলিউডে এরকমই কয়েকজনের নামের তালিকা দেওয়া হল।
1/12
শরীর স্বাস্থ্য নিয়ে সর্বদা সচেতন বিনোদন জগতের তারকারা। ডায়েট মেনে খাওয়া দাওয়া, সময় ধরে শরীরচর্চা, ফিট থাকতে তাঁদের নিয়মের বেড়াজালে থাকতেই হয়।
শরীর স্বাস্থ্য নিয়ে সর্বদা সচেতন বিনোদন জগতের তারকারা। ডায়েট মেনে খাওয়া দাওয়া, সময় ধরে শরীরচর্চা, ফিট থাকতে তাঁদের নিয়মের বেড়াজালে থাকতেই হয়।
advertisement
2/12
তবে এই ফিট থাকার জন্য কেউ কেউ আবার চিরতরে আমিষ খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নিরামিষাশী হয়ে উঠেছেন কোনও কোনও তারকা। বলিউডে এরকমই কয়েকজনের নামের তালিকা দেওয়া হল।
তবে এই ফিট থাকার জন্য কেউ কেউ আবার চিরতরে আমিষ খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। নিরামিষাশী হয়ে উঠেছেন কোনও কোনও তারকা। বলিউডে এরকমই কয়েকজনের নামের তালিকা দেওয়া হল।
advertisement
3/12
বিদ্যুৎ জামওয়াল- বলিউডের অন্যতম ফিট অভিনেতাদের মধ্যে একজন। আর তাই আমিষ খান না বিদ্যুৎ। নিরামিষ খেয়ে শরীরের যত্ন নিতে পছন্দ করেন নায়ক।
বিদ্যুৎ জামওয়াল- বলিউডের অন্যতম ফিট অভিনেতাদের মধ্যে একজন। আর তাই আমিষ খান না বিদ্যুৎ। নিরামিষ খেয়ে শরীরের যত্ন নিতে পছন্দ করেন নায়ক।
advertisement
4/12
জন আব্রাহাম- অ্যাকশন হিরো জনের শারীরিক গঠনে মুগ্ধ গোটা দেশ। তিনিও আমিষ ত্যাগ করে নিরামিষে বিশ্বাসী।
জন আব্রাহাম- অ্যাকশন হিরো জনের শারীরিক গঠনে মুগ্ধ গোটা দেশ। তিনিও আমিষ ত্যাগ করে নিরামিষে বিশ্বাসী।
advertisement
5/12
কার্তিক আরিয়ান- নিরামিষ খাবার ছুঁয়ে দেখেন না কার্তিক। নিরামিষ খেয়ে ফিট থাকতে পছন্দ করেন। যদিও ‘আকাশবাণী’ ছবির জন্য ডিম খেতে বাধ্য হয়েছিলেন তিনি।
কার্তিক আরিয়ান- নিরামিষ খাবার ছুঁয়ে দেখেন না কার্তিক। নিরামিষ খেয়ে ফিট থাকতে পছন্দ করেন। যদিও ‘আকাশবাণী’ ছবির জন্য ডিম খেতে বাধ্য হয়েছিলেন তিনি।
advertisement
6/12
অনুষ্কা শর্মা- পশুপ্রেমী বলি তারকা অনুষ্কা। PETA-এর সঙ্গে কাজ করার সময় একজন খাঁটি নিরামিষাশী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
অনুষ্কা শর্মা- পশুপ্রেমী বলি তারকা অনুষ্কা। PETA-এর সঙ্গে কাজ করার সময় একজন খাঁটি নিরামিষাশী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
advertisement
7/12
কঙ্গনা রানাউত- বিশুদ্ধ নিরামিষাশী বলিউড ক্যুইন। আধ্যাত্মিকতার কারণে মাংস খাওয়া ছেড়েছেন কঙ্গনা। তাঁর দাবি, এই সিদ্ধান্তের পর তাঁর জীবনে বড় বদল এসেছে।
কঙ্গনা রানাউত- বিশুদ্ধ নিরামিষাশী বলিউড ক্যুইন। আধ্যাত্মিকতার কারণে মাংস খাওয়া ছেড়েছেন কঙ্গনা। তাঁর দাবি, এই সিদ্ধান্তের পর তাঁর জীবনে বড় বদল এসেছে।
advertisement
8/12
সোনম কাপুর- কেবল নিরামিষাশী নন, সোনম ভিগান। পশুপ্রেমী সোনম মনে করেন, সমস্ত প্রাণীর জীবনের মূল্য আছে। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোনম কাপুর- কেবল নিরামিষাশী নন, সোনম ভিগান। পশুপ্রেমী সোনম মনে করেন, সমস্ত প্রাণীর জীবনের মূল্য আছে। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
9/12
বিদ্যা বালন- ২০১০ সালে এশিয়ার সবথেকে সুন্দরী নিরামিষাশীর শিরোপা পেয়েছিলেন বিদ্যা। তিনি মনে করেন, আমিষ ছেড়ে দেওয়ার ফলে তাঁর হজমশক্তি উন্নত হয়েছে।
বিদ্যা বালন- ২০১০ সালে এশিয়ার সবথেকে সুন্দরী নিরামিষাশীর শিরোপা পেয়েছিলেন বিদ্যা। তিনি মনে করেন, আমিষ ছেড়ে দেওয়ার ফলে তাঁর হজমশক্তি উন্নত হয়েছে।
advertisement
10/12
শাহিদ কাপুর- আগে আমিষ খেতে পছন্দ করতেন শাহিদ। কিন্তু বাবা পঙ্কজ কাপুরের দেওয়া একটি বই ‘লাইফ ইজ ফেয়ার’ পড়ার পর তিনি নিজেকে আমিষ খাবারের থেকে দূরে সরিয়ে নেন।
শাহিদ কাপুর- আগে আমিষ খেতে পছন্দ করতেন শাহিদ। কিন্তু বাবা পঙ্কজ কাপুরের দেওয়া একটি বই ‘লাইফ ইজ ফেয়ার’ পড়ার পর তিনি নিজেকে আমিষ খাবারের থেকে দূরে সরিয়ে নেন।
advertisement
11/12
অমিতাভ বচ্চন- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমিষ খাওয়া ছেড়ে দেন অমিতাভ। মাছ, মাংস, পান, চিনি, ভাত, সবই খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি।
অমিতাভ বচ্চন- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমিষ খাওয়া ছেড়ে দেন অমিতাভ। মাছ, মাংস, পান, চিনি, ভাত, সবই খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি।
advertisement
12/12
.আমির খান- ২০১৫ সালে আমিষ খাওয়া ছাড়েন আমির। প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাঁকে একটি ভিডিও দেখিয়েছিলেন, যেখানে দাবি করা হয়েছিল, আমিষ খেলে নানা ধরনের রোগ হতে পারে। এখন তিনি ভিগান।
.আমির খান- ২০১৫ সালে আমিষ খাওয়া ছাড়েন আমির। প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাঁকে একটি ভিডিও দেখিয়েছিলেন, যেখানে দাবি করা হয়েছিল, আমিষ খেলে নানা ধরনের রোগ হতে পারে। এখন তিনি ভিগান।
advertisement
advertisement
advertisement