মায়ের বিকল্প সারা পৃথিবীতে নেই ৷ মায়ের গুরুত্ব বোঝাতে কোনও শব্দই যথার্থ নয় ৷ মাদার্স ডে -তে বলিউডের সেলিব্রিটিদের পোস্ট সুপার ভাইরাল হয়েছে ৷ অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত নেনে, জাহ্নবী কাপুর থেকে ক্যাটরিনা কাইফের মাতৃ বন্দনা ৷ আবগঘন মুহূর্তরা যেন বারেবারে মায়ের গুরুত্ব আরও বুঝিয়ে দিচ্ছে ৷ মা ছাড়া জীবন কতখানি অসহায়, তিনিই বোঝেই যিনি মায়ের থেকে দূরে আছেন ৷
আজকের এই দিনে, আমার এই বয়সে যাঁর হাত আমার মাথায় থাকলে আমি স্বাচ্ছন্দ বোধ করি , সমস্ত সমস্যা থেকে লড়ার শক্তি পাই ৷ আমি জানি মা তোমার আশীর্বাদ ছাড়া আমি কখনই কিছু করতে পারবনা ৷ তুমি সব সময়ে ভাল থেকো মা ৷ হ্যাপি মাদার্স ডে ৷ মাকে পাশে নিয়ে মাদার্স ডে-তে ছবি পোস্ট অক্ষয় কুমরের ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম