Bollywood Couple Honeymoon in Maldives: মুখেই মলদ্বীপ না যাওয়ার কথা! বলিউড তারকারা হানিমুন কাটিয়েছেন বিদেশি এই দ্বীপেই, জানুন কে কে সেই তালিকায়
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
India Maldives tension: মাঝে মধ্যে ছুটি কাটাতে বলিউড তারকারা হামেশাই বেছে নেন মলদ্বীপ৷
বলিউড তারকাদের পছন্দের সেরা হলিডে ডেস্টিনেশনের মধ্যে অন্যতম মলদ্বীপ৷ প্রায়সই তাঁরা ছুটি কাটাতে সপরিবারে চলে যান বিদেশি এই দ্বীপে৷ কখনও সমুদ্রে সাঁতারের ছবি তো কখনও সমুদ্র সৈকতে অলস সময় কাটানোর ছবি পোস্ট করেন তাঁরা৷ যা দেখে ভক্তরাও বাহবা দেন৷ সোশ্যাল মিডিয়ার পোস্টে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়৷
advertisement
গত দু’দিন ধরে শুরু হয়েছে মলদ্বীপ-ভারত দ্বৈরথ৷ সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ ভ্রমণের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী৷ পর্যটকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন লাক্ষাদ্বীপ ভ্রমণের৷ তারপরই মলদ্বীপের মুইজ্জু সরকারের সিনিয়র ৩ মন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে থাকেন৷ ভারতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন তাঁরা৷ যদিও তাঁদের বরখাস্ত করা হয়৷ কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরে মলদ্বীপের৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement