এলো গায়ে ফারহান-শিবানীর চুমু, রণবীরের বাহুবন্ধনে আলিয়া... বড়দিনে জমজমাট বলিউড
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০২০ বিদায়ের আনন্দে উন্মত্ত বলিউড
চলতি বছর বলিউডের তারকাদের যে বিপর্যস্ত করেনি, এমনটা কিন্তু নয়। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য অন্য সব ইন্ডাস্ট্রির মতো এই ছবি কারখানার দরজাতেও তালা পড়েছিল সাময়িক ভাবে। তার পর শ্যুটিং শুরু হতেই ইতিউতি থেকে ভেসে আসছে নানা ডাকসাইটে তারকার কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর। অনেক তারকা পরিবারে আবার এ বছরে দেখা দিয়েছে প্রিয়জনকে হারানোর শোকের ছায়া। সেই সব কাটিয়ে চলতি বছরের বড়দিন কেমন করে উদযাপন করছে বলিউড? দেখুন--
advertisement
advertisement
advertisement
হিপ হিপ হুররে-- করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) প্রতি বছরের মতো বড়দিনের উদযাপনকে ভেঙে নিয়েছেন দুই ভাগে। যায় একটায় দেখা যাচ্ছে কাপুর পরিবারের হুল্লোড়। সেই ছবিতেই আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখা গিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) বাহুবন্ধনে। অন্য দিকে, ঘরোয়া ভাবেও বড়দিন উদযাপন করতে ভোলেননি নায়িকা স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) আর ছেলে তৈমুর আলি খানকে (Taimur Ali Khan) নিয়ে। যেখানে সবাই ছবি তোলার জন্য হাসিমুখে ক্যামেরার তাকালেও খুদে টার্কির মাংসভোজনে ব্যস্ত!
advertisement
advertisement
advertisement