এলো গায়ে ফারহান-শিবানীর চুমু, রণবীরের বাহুবন্ধনে আলিয়া... বড়দিনে জমজমাট বলিউড

Last Updated:
২০২০ বিদায়ের আনন্দে উন্মত্ত বলিউড
1/7
চলতি বছর বলিউডের তারকাদের যে বিপর্যস্ত করেনি, এমনটা কিন্তু নয়। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য অন্য সব ইন্ডাস্ট্রির মতো এই ছবি কারখানার দরজাতেও তালা পড়েছিল সাময়িক ভাবে। তার পর শ্যুটিং শুরু হতেই ইতিউতি থেকে ভেসে আসছে নানা ডাকসাইটে তারকার কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর। অনেক তারকা পরিবারে আবার এ বছরে দেখা দিয়েছে প্রিয়জনকে হারানোর শোকের ছায়া। সেই সব কাটিয়ে চলতি বছরের বড়দিন কেমন করে উদযাপন করছে বলিউড? দেখুন--
চলতি বছর বলিউডের তারকাদের যে বিপর্যস্ত করেনি, এমনটা কিন্তু নয়। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য অন্য সব ইন্ডাস্ট্রির মতো এই ছবি কারখানার দরজাতেও তালা পড়েছিল সাময়িক ভাবে। তার পর শ্যুটিং শুরু হতেই ইতিউতি থেকে ভেসে আসছে নানা ডাকসাইটে তারকার কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর। অনেক তারকা পরিবারে আবার এ বছরে দেখা দিয়েছে প্রিয়জনকে হারানোর শোকের ছায়া। সেই সব কাটিয়ে চলতি বছরের বড়দিন কেমন করে উদযাপন করছে বলিউড? দেখুন--
advertisement
2/7
একটু উষ্ণতার জন্য-- সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে যে ভাবে শিবানী দান্ডেকরকে (Shibani Dandekar) জড়িয়ে ধরে, চোখ বুজে চুমু খাচ্ছেন ফারহান আখতার (Farhan Akhtar), বোঝাই যাচ্ছে যে তাঁদের শীতকালীন পরব কেটেছে পরস্পরের উষ্ণতায়। যা দেখে হৃতিক রোশন উচ্ছ্বসিত হয়ে কমেন্টও করে ফেলেছেন!
একটু উষ্ণতার জন্য-- সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে যে ভাবে শিবানী দান্ডেকরকে (Shibani Dandekar) জড়িয়ে ধরে, চোখ বুজে চুমু খাচ্ছেন ফারহান আখতার (Farhan Akhtar), বোঝাই যাচ্ছে যে তাঁদের শীতকালীন পরব কেটেছে পরস্পরের উষ্ণতায়। যা দেখে হৃতিক রোশন উচ্ছ্বসিত হয়ে কমেন্টও করে ফেলেছেন!
advertisement
3/7
 ফ্যামিলি টাইম-- হৃতিক রোশন (Hrithik Roshan) অবশ্য পরিবারের সঙ্গে এই উষ্ণতা খুঁজে নিয়েছেন বড়দিনের প্রাক্কালে, দুই ছেলে আর প্রাক্তন স্ত্রীকে নিয়ে ওয়ান্ডার ওম্যান দেখতে গিয়ে!
ফ্যামিলি টাইম-- হৃতিক রোশন (Hrithik Roshan) অবশ্য পরিবারের সঙ্গে এই উষ্ণতা খুঁজে নিয়েছেন বড়দিনের প্রাক্কালে, দুই ছেলে আর প্রাক্তন স্ত্রীকে নিয়ে ওয়ান্ডার ওম্যান দেখতে গিয়ে!
advertisement
4/7
হিপ হিপ হুররে-- করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) প্রতি বছরের মতো বড়দিনের উদযাপনকে ভেঙে নিয়েছেন দুই ভাগে। যায় একটায় দেখা যাচ্ছে কাপুর পরিবারের হুল্লোড়। সেই ছবিতেই আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখা গিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) বাহুবন্ধনে। অন্য দিকে, ঘরোয়া ভাবেও বড়দিন উদযাপন করতে ভোলেননি নায়িকা স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) আর ছেলে তৈমুর আলি খানকে (Taimur Ali Khan) নিয়ে। যেখানে সবাই ছবি তোলার জন্য হাসিমুখে ক্যামেরার তাকালেও খুদে টার্কির মাংসভোজনে ব্যস্ত!
হিপ হিপ হুররে-- করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) প্রতি বছরের মতো বড়দিনের উদযাপনকে ভেঙে নিয়েছেন দুই ভাগে। যায় একটায় দেখা যাচ্ছে কাপুর পরিবারের হুল্লোড়। সেই ছবিতেই আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখা গিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) বাহুবন্ধনে। অন্য দিকে, ঘরোয়া ভাবেও বড়দিন উদযাপন করতে ভোলেননি নায়িকা স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) আর ছেলে তৈমুর আলি খানকে (Taimur Ali Khan) নিয়ে। যেখানে সবাই ছবি তোলার জন্য হাসিমুখে ক্যামেরার তাকালেও খুদে টার্কির মাংসভোজনে ব্যস্ত!
advertisement
5/7
খুনসুটির বড়দিন-- রণবীর সিং (Ranveer Singh) বড়দিন উদযাপনের মুহূর্তে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) আখ্যা দিয়েছেন এলফ বলে! এই খেলায় নায়ক কি নিয়েছেন সান্টা ক্লজের ভূমিকা?
খুনসুটির বড়দিন-- রণবীর সিং (Ranveer Singh) বড়দিন উদযাপনের মুহূর্তে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) আখ্যা দিয়েছেন এলফ বলে! এই খেলায় নায়ক কি নিয়েছেন সান্টা ক্লজের ভূমিকা?
advertisement
6/7
ছুটির ফাঁদে-- ছুটি আর চুম্বনের মরশুম দুই-ই ধরা পড়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) আর নিক জোনাসের (Nick Jonas) বড়দিন উদযাপনে।
ছুটির ফাঁদে-- ছুটি আর চুম্বনের মরশুম দুই-ই ধরা পড়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) আর নিক জোনাসের (Nick Jonas) বড়দিন উদযাপনে।
advertisement
7/7
ঝলমলে হাসির বড়দিন--ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), যা দেখা যাচ্ছে, বড়দিন পালন করেছেন ঘরোয়া ভাবেই। সুন্দর করে সাজিয়েছেন খ্রিসমাস ট্রি, সেজেছেন নিজেও, আর কী চাই!
ঝলমলে হাসির বড়দিন--ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), যা দেখা যাচ্ছে, বড়দিন পালন করেছেন ঘরোয়া ভাবেই। সুন্দর করে সাজিয়েছেন খ্রিসমাস ট্রি, সেজেছেন নিজেও, আর কী চাই!
advertisement
advertisement
advertisement