আচমকাই শেষ সমস্ত ‘স্বপ্ন’, মৃত্যুর আগে নিজে হাতে এই নোট লিখেছিলেন সুশান্ত সিং রাজপুত!

Last Updated:
মৃত্যু নয় নিজের জন্য অন্য কিছুই পরিকল্পনা করে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
1/6
মৃত্যু নয় নিজের জন্য অন্য কিছুই পরিকল্পনা করে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ পর্দার ধোনির জীবনের বাকেট লিস্টে ছিল ৫০টি স্বপ্ন ৷ প্লেন চালানো শেখা থেকে বাঁহাতে ক্রিকেট ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে বাচ্চাদের নাসা, ইসরোয় পাঠানোর স্বপ্নও ছিল সেই তালিকায় ৷ নিজের জন্য তৈরি করা সেই লক্ষ্য বা স্বপ্নের তালিকার মাঝেই যেন আচমকা দাঁড়ি বসিয়ে দিল রবিবারের সকালটা ৷
মৃত্যু নয় নিজের জন্য অন্য কিছুই পরিকল্পনা করে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ পর্দার ধোনির জীবনের বাকেট লিস্টে ছিল ৫০টি স্বপ্ন ৷ প্লেন চালানো শেখা থেকে বাঁহাতে ক্রিকেট ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে বাচ্চাদের নাসা, ইসরোয় পাঠানোর স্বপ্নও ছিল সেই তালিকায় ৷ নিজের জন্য তৈরি করা সেই লক্ষ্য বা স্বপ্নের তালিকার মাঝেই যেন আচমকা দাঁড়ি বসিয়ে দিল রবিবারের সকালটা ৷
advertisement
2/6
 মাত্র ৩৪ বছরেই স্বপ্নগুলো ছেড়ে পাড়ি দিলেন অন্য দুনিয়ায় ৷ মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই হতবাক সকলে ৷ কেউই যেন এখনও বিশ্বাস করতে পারছে না হাসিখুশি মিষ্টি ছেলেটা আর নেই ৷
মাত্র ৩৪ বছরেই স্বপ্নগুলো ছেড়ে পাড়ি দিলেন অন্য দুনিয়ায় ৷ মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই হতবাক সকলে ৷ কেউই যেন এখনও বিশ্বাস করতে পারছে না হাসিখুশি মিষ্টি ছেলেটা আর নেই ৷
advertisement
3/6
কয়েকমাস আগেই নিজে হাতে লিখে নিজেকেই ৫০টি স্বপ্নপূরণের লক্ষ্য দিয়েছিলেন অভিনেতা ৷ তাঁর অকস্মাৎ মৃত্যুর খবরে অগুন্তি ফ্যানের ওয়ালে এখন ঘুরছে সেই অসম্পূর্ণ স্বপ্নগুলো ৷
কয়েকমাস আগেই নিজে হাতে লিখে নিজেকেই ৫০টি স্বপ্নপূরণের লক্ষ্য দিয়েছিলেন অভিনেতা ৷ তাঁর অকস্মাৎ মৃত্যুর খবরে অগুন্তি ফ্যানের ওয়ালে এখন ঘুরছে সেই অসম্পূর্ণ স্বপ্নগুলো ৷
advertisement
4/6
কিনা ছিল সেই তালিকায় প্লেন ওড়ানো শেখা থেকে বাঁহাতে ক্রিকেট ম্যাচ খেলা ৷ ব্লু হোল ড্রাইভ থেকে দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়া ৷ তিরন্দাজি শেখা, ট্রেনে করে ইউরোপ ভ্রমণ আরও অনেক কিছু...
কিনা ছিল সেই তালিকায় প্লেন ওড়ানো শেখা থেকে বাঁহাতে ক্রিকেট ম্যাচ খেলা ৷ ব্লু হোল ড্রাইভ থেকে দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটিতে ফিরে যাওয়া ৷ তিরন্দাজি শেখা, ট্রেনে করে ইউরোপ ভ্রমণ আরও অনেক কিছু...
advertisement
5/6
সেই তালিকা মতো শুরু করেছিলেন অনেক কাজই ৷  বাকেট লিস্টে লেখা টার্গেট মতো একদিন গিয়েছিলেন লার্জ হাড্রন কলোইডার, সার্ন-এ ৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন সেই কথা ৷
সেই তালিকা মতো শুরু করেছিলেন অনেক কাজই ৷ বাকেট লিস্টে লেখা টার্গেট মতো একদিন গিয়েছিলেন লার্জ হাড্রন কলোইডার, সার্ন-এ ৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছিলেন সেই কথা ৷
advertisement
6/6
৫০-টির মধ্যে ১১টি কাজ সম্পূর্ণ করলেও বাকিগুলো অসম্পূর্ণ রেখেই আচমকা ইতি টানলেন সুশান্ত ৷ অসমাপ্ত উপন্যাসের মতোই জীবনের বাকি পাতাটুকু সাদা রেখেই আচমকা বিদায় নিলেন তিনি ৷ পিছনে শুধু পড়ে রইল কখনই পূর্ণ না হওয়া স্বপ্নগুলো.....
৫০-টির মধ্যে ১১টি কাজ সম্পূর্ণ করলেও বাকিগুলো অসম্পূর্ণ রেখেই আচমকা ইতি টানলেন সুশান্ত ৷ অসমাপ্ত উপন্যাসের মতোই জীবনের বাকি পাতাটুকু সাদা রেখেই আচমকা বিদায় নিলেন তিনি ৷ পিছনে শুধু পড়ে রইল কখনই পূর্ণ না হওয়া স্বপ্নগুলো.....
advertisement
advertisement
advertisement