আচমকাই শেষ সমস্ত ‘স্বপ্ন’, মৃত্যুর আগে নিজে হাতে এই নোট লিখেছিলেন সুশান্ত সিং রাজপুত!
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মৃত্যু নয় নিজের জন্য অন্য কিছুই পরিকল্পনা করে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷
মৃত্যু নয় নিজের জন্য অন্য কিছুই পরিকল্পনা করে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ পর্দার ধোনির জীবনের বাকেট লিস্টে ছিল ৫০টি স্বপ্ন ৷ প্লেন চালানো শেখা থেকে বাঁহাতে ক্রিকেট ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে বাচ্চাদের নাসা, ইসরোয় পাঠানোর স্বপ্নও ছিল সেই তালিকায় ৷ নিজের জন্য তৈরি করা সেই লক্ষ্য বা স্বপ্নের তালিকার মাঝেই যেন আচমকা দাঁড়ি বসিয়ে দিল রবিবারের সকালটা ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement