কেক কেটে, পার্টি করে নয়, মানুষের সেবা করে নিজের জন্মদিন কাটালেন এই টলি অভিনেত্রী

Last Updated:
খাবারের কোনও ধর্ম হয় না। খিদের কোনও জাত হয় না। তা আর একবার প্রমান করলেন এই অভিনেত্রী।
1/5
আজ টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর জন্মদিন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তনুশ্রীর জন্ম হয়েছিল। আজ তিনি ৩৫ বছর পার করলেন। ৩৫ বছরের জন্মদিনে আর পাঁচজন সেলেবদের মতো কেক কেটে পার্টি করে জন্মদিন কাটালেন না অভিনেত্রী। photo source Instagram
আজ টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর জন্মদিন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তনুশ্রীর জন্ম হয়েছিল। আজ তিনি ৩৫ বছর পার করলেন। ৩৫ বছরের জন্মদিনে আর পাঁচজন সেলেবদের মতো কেক কেটে পার্টি করে জন্মদিন কাটালেন না অভিনেত্রী। photo source Instagram
advertisement
2/5
হলুদ চুড়িদার ও কামিজ। মাথায় ওড়না দিয়ে তিনি গেলেন কালিয়া শরীফে। photo source Instagram
হলুদ চুড়িদার ও কামিজ। মাথায় ওড়না দিয়ে তিনি গেলেন কালিয়া শরীফে। photo source Instagram
advertisement
3/5
সেখানে গিয়ে অভুক্ত মানুষদের হাতে তুলে দিলেন খাবার। আসলে খাবারের কোনও ধর্ম হয় না। খিদের কোনও জাত হয় না। তা আর একবার প্রমান করলেন এই অভিনেত্রী। photo source Instagram
সেখানে গিয়ে অভুক্ত মানুষদের হাতে তুলে দিলেন খাবার। আসলে খাবারের কোনও ধর্ম হয় না। খিদের কোনও জাত হয় না। তা আর একবার প্রমান করলেন এই অভিনেত্রী। photo source Instagram
advertisement
4/5
তনুশ্রীর হাত থেকে খাবার পেয়ে খুশি হয়ে গেলেন এখানকার মানুষজন। একবেলা কারও খাবার তুলে দিতে পারাটাই বা কম কী ! photo source Instagram
তনুশ্রীর হাত থেকে খাবার পেয়ে খুশি হয়ে গেলেন এখানকার মানুষজন। একবেলা কারও খাবার তুলে দিতে পারাটাই বা কম কী ! photo source Instagram
advertisement
5/5
তনুশ্রী এই মুহূর্তে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তবে তিনি আজ প্রমান করলেন তিনি অন্য সেলেবদের থেকে আলাদা। photo source Instagram
তনুশ্রী এই মুহূর্তে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তবে তিনি আজ প্রমান করলেন তিনি অন্য সেলেবদের থেকে আলাদা। photo source Instagram
advertisement
advertisement
advertisement