

বিগ বস সিজিন ৭-এর বিজয়ী গহর খান বিয়ের পর বেশ ব্যস্ততার মাঝেই জীবন অতিবাহিত করছেন ৷ গহর খান দীর্ঘ দিনের প্রেমক জায়েদ দরবারকে বিয়ে করেছেন গত ২৫ ডিসেম্বরে ৷ গহর-জায়েদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়েছে ৷ বিয়ের ৩-৪ দিনের পরর ছবি সোশ্যাল মিডিয়ায় সুনামির গতিতে ভাইরাল হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


স্বামী জায়েদ দরবারের সঙ্গে হিনা খান যে ছবি তুলেছিলেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


কালো রঙের একটি স্যুটে জায়েদের ছবি সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ একটি ছবিতে দেখতে পাওয়া গিয়েছে গহর খান ছবিতে দেখতে পাওয়া গিয়েচে গহর তাঁর থেকে ৮ বছরের ছোট স্বামীকে কোলে তুলেছেন ৷ ক্যাপশানে লিখেছেন ভাল হোক বা মন্দ, শক্তি অথবার দুর্বলতা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


গহর খানের এই ছবি ভক্তদের মনে ও প্রাণে ঝড় তুলেছে ৷ গহর খান ও জায়েদের প্রেমের কাহিনি লকডাউেই শুরু হয়েছিল ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷